Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডু প্লেসিস-তাহিরদের ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ৭:৩৯ পিএম

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের দলে দেখা যাবে না সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে। থাকছেন না তারকা বোলার ইমরান তাহির ও মারমূখি ব্যাটসম্যান ক্রিস মরিসও। দল থেকে বাদ পড়েছেন তারা। তাদেরকে ছাড়াই গতকাল বিশ্বকাপের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ১৫ সদস্যের এই দলে অধিনায়ক মনোনীত হয়েছে টেম্বা বাভুমা। এছাড়া বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছে টি-টোয়েন্টিতে অভিষেক না হওয়া কেশভ মাহরাজকে!

ক্যারিয়ারে দেশের হয়ে ৩৬টি টেস্ট ও ১৪ ওয়ানডে খেললেও কখনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি কেশভ। ঘরোয়া ক্রিকেটে ১০৪টি টি-টোয়েন্টি খেলে ৮৩ উইকেট নিয়েছেন তিনি। তার সঙ্গে দুই স্পিনার জর্জ লিনডে ও তাবরেজ শামসি দলে জায়গা পেয়েছেন।

দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের বিশ্বকাপ দল :

টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, বজর্ন ফর্চুইন, রিজা হেনরিকস, হেনরিচ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুলদার, লুঙ্গি এনগিদি, এনরিক নরকিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি ও রাসে ভ্যান ডার ডুসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ