নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
তালেবান যোদ্ধারা আফগানিস্তান দখল করার পর বহু শঙ্কা, আশঙ্কা কাজ করছিল দেশটির সাধারণ জনগণের মধ্যে। এর মধ্যে অন্যতম ছিল, তালেবান কি মেয়েদের খেলাধুলায় অংশ নিতে দিবে?। সেই আশঙ্কাই সত্যি হয়েছে। তালেবানের কালচারাল কমিশনের প্রধান আহমদউল্লাহ ওয়াসিক ইঙ্গিত দিয়েছেন মেয়েদের ক্রিকেটসহ অন্য খেলাধুলায় অংশ নিতে দেয়া হবে না।
মেয়েদের ক্রিকেট খেলতে না দেয়ার প্রসঙ্গে বলতে গিয়ে ওয়াসিক বলেন, 'ক্রিকেটে মুখ ও শরীরের অবয়ব বোঝা যায়। আর যেখানে শরীরের অবয়ব বোঝা যায় সেখানে মেয়েদের খেলার অনুমতি দিব না আমরা। এখন হল মিডিয়ার যুগ, এতে করে সবাই তাদের দেখবে, তাদের ছবি তোলা হবে, ভিডিও করা হবে । ইসলামে এটি নিষিদ্ধ আছে।'
আর তালেবানের এমন সিদ্ধান্তের কথা শোনার পর বেঁকে বসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে তালেবান যদি আফগানিস্তানের মেয়েদের খেলতে না দেয়, তাহলে তারা নভেম্বরে আফগান পুরুষ দলের বিপক্ষে টেস্টে খেলবে না। আসছে নভেম্বরে হোবার্টে অজিদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে আফগানিস্তানের।
এ ব্যপারে এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, 'মেয়েদের ক্রিকেটের ব্যপারে যা শুনতে পাচ্ছি আমরা, এটি যদি সত্যি হয় তাহলে নভেম্বরে পুরুষ দলের বিপক্ষে টেস্টটি আর আগাবে না (হবে না)।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।