Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এক ম্যাচ আগেই সিরিজ জয়ে অভিনন্দনে ভাসছে টাইগাররা

সোশাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ৮:৩৪ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর এবার নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে অভিনন্দনে ভাসছে টাইগাররা। কিউইদের ৬ উইকেটে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১ ম্যাচ হাতে রেখে আজ সিরিজ নিশ্চিত করে মাহমুউল্লাহ রিয়াদের দল। কিউইদের বিপক্ষে টি-২০ তে প্রথম এই জয়ের পর ক্রিকেটপ্রেমীদের ভালোভাসা আর শুভেচ্ছায় সিক্ত বাংলাদেশ দল।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে নাসুম আহমেদের স্পিন আর মোস্তাফিজুর রহমানের গতির মুখে পড়ে ১৯.৩ ওভারে ৯৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

৯৪ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে উইকেট হারিয়ে বিপদে পড়েছিল স্বাগতিকরা; এরপর নাঈম-মাহমুদউল্লাহর দৃড়তায় সেই ধাক্কা সামলে ওঠে। নাঈম ২৯ রান করে আউট হলেও মাহমুদউল্লাহ ম্যাচ শেষ করেই আসেন। তিনি অপরাজিত ছিলেন ৪৩ রানে। সঙ্গে আফিফ ৬ রানে অপরাজিত ছিলেন।

কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখে জয় পাওয়ায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে মির্জা আরিফ লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ অজিদের পর এবার নিউজিল্যান্ডের সাথে ১ম বারের মতো টি-২০ সিরিজ জয় করলো বাংলাদেশ। অভিনন্দন বাংলাদেশ। এ জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বকাপে ভালো কিছু আশা করবে।’’

মোহাম্মাদ শাওন লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ। ‘‘অহংকারীদের অহংকার ভেঙে দিয়েছি আমার অজিদের দশা এখন বিলাক কেপদের। বিলাক কেপদের সাথে প্রথম বারের মতো সিরিজ জিতে এখন আকাশে উড়ছে পুরো বাংলাদেশ।’’

জসিম উদ্দীন লিখেছেন, ‘‘অভিনন্দন টিম টাইগার্স। নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো টাইগাররা। কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়।’’

অভিনন্দন জানিয়ে মেহেরাবুল মিরাজ লিখেছেন, ‘‘একে বলে এলিয়েন টাইপের বোলিং। যা শুধু "বস"ই পারে। কোনো কথা হবে না, শুধু গর্জন হবে।ধন্যবাদ #নাসুম_আহম্মেদ ও #মোস্তাফিজুর_রহমান।’’

তবে সাদনান শামিম সমালোচনা করে লিখেছেন, ‘‘এই দলটা হতে পারতো বিশ্বসেরা কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এই দল তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বোর্ড ম্যাচ জিতে ফ্যানদের চোখে ধুলো দিয়ে ভবিষ্যত অন্ধকার করে তুলছে। হোমের সুবিধা নেওয়া খারাপ কিছু না কিন্তু তারও একটা লিমিট আছে। কুৎসিত ক্রিকেট দেখতে আর ইচ্ছে করে না।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ