Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিজ জয়েই চোখ বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ১:০৭ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের পর সিরিজ জয়েরও সম্ভাবনা তৈরি হয়েছে, ৫ ম্যাচ সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে সেই সম্ভাবনার পালে হাওয়াও লেগেছিল বেশ। তবে ৭৬ রানের বিপর্যয়ে অপেক্ষাটা বেড়েছে টাইগারদের, তৃতীয় ম্যাচের ব্যাটিং বিপর্যয় ভুলে তাই আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল।

মিরপুরে আজ চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, ২-১ এ এগিয়ে থাকা বাংলাদেশের লক্ষ্য জয়। তবে সর্বশেষ ম্যাচের অভিজ্ঞতা মোটেও স্বস্তিতে থাকতে দিবে না টাইগারদের, ১২৯ রানের ছোট লক্ষ্যেও যে ম্যাচটি জেতা হয়নি তাদের।

নিউজিল্যান্ডকে গুড়িয়ে দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে শেষ দিকে নাটকীয়তায় কিছুটা উত্তেজনা ছড়ালেও সহজ জয়ই পেয়েছিল তারা। টানা দুই জয়, অস্ট্রেলিয়া সিরিজের অভিজ্ঞতা ও অনভিজ্ঞ ও তারুণ্য নির্ভর নিউজিল্যান্ড ঘুরে দাঁড়াতে পারবে না বলেই ধরে নেওয়া হচ্ছিলো। কিন্তু তেমনটা ঘটেনি, বাংলাদেশই এখন উল্টো চাপে বলা যায়।

টানা দুই হারে সিরিজ শুরুর পর তৃতীয় ম্যাচে এসে দুর্দান্ত জয় নিউজিল্যান্ডকেও বেশ আশাবাদী করে তুলছে, বিশেষ করে আজকের ম্যাচে তারা বাংলাদেশকেই চাপে দেখতে পাচ্ছে। দলটির ভারপ্রাপ্ত হেড কোচ গ্লেন পকন্যাল জানিয়েছেন, এই ম্যাচে জিতে সিরিজে টিকে থাকতে চায় তার দল।

বোলিংটা মন্দ হচ্ছে না বাংলাদেশের, মিরপুরের কন্ডিশন কাজে লাগিয়ে বেশ সফলই বলা যায় টাইগার বোলারদের। তবে দুশ্চিন্তা বাড়াচ্ছে ব্যাটারদের বাজে পারফর্মেন্স, প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে লক্ষ্যে পৌঁছাতে খেলতে হয়েছে ১৫ ওভার। দ্বিতীয় ম্যাচে ওপেনাররা দুর্দান্ত শুরু এনে দিলেও মিডল অর্ডারের ব্যর্থতার কারণে বড় পুঁজি পাওয়া হয়নি বাংলাদেশের, যদিও জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা।

ব্যাটিংয়ে বাংলাদেশের কঙ্কাল বেরিয়ে এসেছে তৃতীয় ম্যাচে, নিউজিল্যান্ডের দেওয়া ১২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারে মন্দ ছিল না লিটন দাস ও নাঈম শেখের। কিন্তু এরপরই ব্যাটারদের একের পর এক বাজে শট সিলেকশন ও নেতিবাচক মানসিকতায় ৭৬ রানেই গুটিয়ে যেতে হয়েছে, হারতে হয়েছে ৫২ রানের বড় ব্যবধানে।

আগের ম্যাচ হারলেও স্বাগতিকদের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম, লিটন-নাঈম জুটির উপরেই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশান ৩ নাম্বার নিয়ে পরিক্ষা-নিরিক্ষার ফল মোটেও ভালো হচ্ছে না, আজ সাকিবকেই সেখানে দেখা যেতে পারে।

মিরপুরে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়, সরাসরি দেখা যাবে টি – স্পোর্টস, জিটিভি ও বিটিভিতে। এছাড়া ইউটিউব প্ল্যাটফর্মেও দেখা যাবে ম্যাচটি, সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ