Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একদিনের বিশ্রাম শেষে ফের অনুশীলনে টাইগাররা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ৪:২৭ পিএম

একদিনের বিশ্রাম শেষে মঙ্গলবার অনুশীলনে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তৃতীয় টি-টোয়েন্টির পর দুইদিনের বিরতি পায় দুই দলই, তাই সোমবার বিশ্রামে কাঁটিয়েছে টাইগাররা। বিশ্রামটা কতটা জরুরী ছিল সেটা সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তাতেই জানিয়েছেন বাংলাদেশ দলের ওপেনার লিটন কুমার দাস, ‌‘এখানে এখন বেশ গরম, একদিন পর পর খেলাটা কঠিন এরকম আবহাওয়ায়। এরকম কন্ডিশনের সাথে মানিয়ে নেয়াটাও সহজ নয়, তাই শরীরের জন্য বিশ্রামটাও ভীষণ প্রয়োজন। ফিটনেসটা ভীষণ জরুরী, দলের সবাই এখন ফিটনেসের প্রতি অনেক মনোযোগী।’

একদিন বিরতি শেষে মিরপুরে প্র্যাকটিস করতে দেখা গেছে টাইগারদের। বোলাররা ঘাম ঝড়িয়েছে, ব্যাটসম্যানরাও খুঁজে বেড় করার চেষ্টা করেছে এরকম কঠিন পিচে রান পাওয়ার উপায়। নুরুল হাসান সোহান কিপিং প্র্যাকটিস করেছেন। মুশফিক টি-টোয়েন্টিতে কিপিং করবেন না সেটা সোমবার ম্যাচ শেষেই জানিয়ে দিয়েছেন টাইগার অলরাউন্ডার, তাই ই হয়তো তাকে দেখা যায়নি কিপিং অনুশীলনে।

বুধবার বিকেলে সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। দুই একদিনে ঘোষণা করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলও। এরকম সময়ে দলে থাকা প্রত্যেকেই চাইবেন পারফর্ম করে একাদশে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে। এজন্যই হয়তো অনুশীলনেও বাড়তি মনোযোগ দিতে দেখা গেছে টাইগারদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ