Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০ বছর পর ভারতের ওভাল জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৪ পিএম

১৯৭১ সালে ইংল্যান্ডের ওভালে প্রথম এবং এই মাঠে একমাত্র টেস্ট জিতেছিলো ভারত। সোমবার বিরাট কোহলির নেতৃত্বে এর ৫০ বছর পর এই মাঠে নিজেদের দ্বিতীয় টেস্ট জয়ের স্বাদ পেলো ভারত। আর দুর্দান্ত এই জয়ে অধিনায়ক হিসেবে বেশ কিছু অনবদ্য রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক কোহলি।

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্টের শেষ দিনে দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ১৫৭ রানের দারুণ এক জয় পেয়েছে ভারত। আগের দিনের ৭৭ রানের সাথে এদিন ১৩৩ রান যোগ করতেই ১০ উইকেট হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে চার টেস্ট শেষে ২-১ এ এগিয়ে গেলো ভারত। এ নিয়ে প্রথম এশিয়ান অধিনায়ক হিসেবে এশিয়ার বাইরে ১০টি টেস্ট জয়ের অনন্য এক রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

ওভালের এই জয় নিয়ে ভারতীয় অধিনায়কের এশিয়ার বাইরে দশ জয়ের তিনটি আসলো ইংল্যান্ডের মাটিতে। যার মধ্য দিয়ে দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান এবং কপিল দেবদের মতো কিংবদন্তিদের ছাপিয়ে গেছেন বিরাট কোহলি, গড়েছেন নতুন ইতিহাস।

ইংল্যান্ডের মাটিতে এশিয়ান অধিনায়ক হিসেবে এর চেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড নেই আর কোনো অধিনায়কের। ইংল্যান্ডের মাটিতে অধিনায়ক হিসেবে ২টি করে টেস্ট জয়ের কীর্তি আছে ভারতের কপিল দেব এবং পাকিস্তানের ইমরান খান, মিসবাহ উল হক ও জাভেদ মিয়াঁদাদের।

পাশাপাশি এশিয়ার একমাত্র অধিনায়ক হিসেবে সেরা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার) দেশগুলোতে দুইবার এক সিরিজে কমপক্ষে দুটি করে টেস্ট জিতলেন বিরাট কোহলি। ২০১৮/১৯ মৌসুমে অস্ট্রেলিয়ায় এবং এবার ইংল্যান্ডে এই কীর্তি গড়লেন ভারতীয় অধিনায়ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ