নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৭৬ রানেই অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ; কিউইদের জয় এসেছে ৫২ রানের বিশাল ব্যবধানে। এই হারের পরেও তিন ম্যাচ শেষে টাইগাররা ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও, সিরিজ জয় নিয়ে সন্দেহ তো থাকছেই। প্রশ্ন উঠছে এমন পিচে খেলার যৌক্তিকতা নিয়েও। পিচ নিয়ে আজ (সোমবার) কথা বলেন বাংলাদেশ দলের ওপেনার লিটন কুমার দাস।
মিরপুরের উইকেট নিয়ে তিনি বলেন, ‘কন্ডিশন হিসেবে এখানে ব্যাটিং করাটা অনেক চ্যালেঞ্জিং। শুধুমাত্র আমরাই না, প্রতিপক্ষ দলও এখানে বেশ ভুগছে। টি-টোয়েন্টিতে সবসময় মাইন্ড সেটাপ থাকে বড় স্কোর করার বা স্ট্রাইক রেটটা মেইনটেইন করার। এরকম পিচে মানিয়ে নেয়াটা বেশ কঠিন।’
আজ বাংলাদেশ দলের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের ছিল বিশ্রাম। এই বিশ্রামটা যে ভীষণ জরুরী, সেটাও মনে করিয়ে দিয়েছেন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রাহক, ‘ফিটনেস সবসময়ই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এখন বেশ গরম, একদিন পর পর খেলাটা কঠিন এরকম আবহাওয়ায়। এরকম কন্ডিশনের সাথে মানিয়ে নেয়াটাও কঠিন, তাই শরীরের জন্য বিশ্রামটাও ভীষণ প্রয়োজন। দলের সবাই এখন ফিটনেসের প্রতি অনেক মনোযোগী।’
বুধবার সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। চতুর্থ ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবে টাইগাররা; করতে চাইবে সিরিজ জয়। অপরদিকে, নিজেদের আত্মবিশ্বাসটাকে কাজে লাগিয়ে টাইগারদের সিরিজ জয়ের স্বপ্নটাকে আরো দীর্ঘায়িত করার লক্ষ্য থাকবে কিউইদের। মিরপুরে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।