Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাহলে মুশফিকের কিপিং ভবিষ্যৎ কী

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

গত চার মাস ধরে আছেন দলের সঙ্গে। তবে খেলেননি একটি ম্যাচও। তাতে আক্ষেপ—তো দূরে থাক উল্টো দলের সঙ্গে থাকাটাকেই বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তাইজুল ইসলাম। দেশের ভালো জন্য একাদশে জায়গা না হলেও খুশি, সুস্থ প্রতিযোগীতায় দলের এই অবস্থা দেখে ‘প্রতিদ্বন্দ্বীদের’ শুভকামনাও জানিয়েছেন তিনি।

গত এপ্রিল মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে সর্বশেষ খেলেছেন তাইজুল। তারপরেও স্কোয়াডে আছেন ঠিকই, কিন্তু একাদশে আর জায়গা পাননি তিনি। তবে এই বিষয়ে মোটেও চিন্তিত নন তিনি। একাদশে সুযোগ না পেলেও অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই তাইজুল। দীর্ঘ দিন একেবারে ক্রিকেটের বাইরে থাকার চেয়ে দলের সঙ্গে থাকাটাকেই বাড়তি পাওয়া বলে মনে করছেন এই অভিজ্ঞ স্পিনার, ‘আমি অনেক দিন ধরেই ম্যাচ খেলছি না, প্রায় তিন থেকে চার মাস হয়ে গেছে, অনেকগুলো ম্যাচ হয়ে গেছে। টিম কম্বিনেশন বা দলের সিদ্ধান্তে কারণে আমার খেলা হচ্ছে না। এটি নিয়ে আমি চিন্তিত না। সুযোগ আসলে ইনশাআল্লাহ কাজে লাগানোর চেষ্টা করব। এখনো আমার কাজগুলো যথাযথভাবে করে যাচ্ছি।’

দেশকে সবার ওপরে দেখেন আর সেইজন্যই দেশের স্বার্থে একাদশে না হলেও কোনো আক্ষেপ নেই তাইজুলের। তার স্থানে যারা খেলছেন তারা ভালো করাতেও খুশি তাইজুল। তাদের জন্য শুভকামনাও জানিয়েছেন। তাইজুলের ভাষায়, ‘সত্যি বলতে নিজের চাইতে আমি দেশটাকে অনেক বড়ভাবে দেখি। দেশ ভালো করতে এটাই আমার কাছে অনেক ভালো লাগার বিষয়। আমার প্রতিদ্বন্দ্বী যারা আছেন, তারাও অনেক ভালো করছেন। আমি আশা করি, সামনেও তারা অনেক ভালো করবেন। আমি যখনই সুযোগ পাবো, বাংলাদেশকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।’
একাদশে না খেলতে পারলেও দলে থাকায় যথাযথভাবে অনুশীলনের সুযোগ পাচ্ছেন, কোচদের সাথে প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারছেন তাইজুল। তাই না খেলেও দলের সাথে থাকতে পেরে তার লাভ হচ্ছে বলেই জানান এই স্পিনার, ‘দলের বাইরে থাকলে আমি এই পরিবেশটা পেতাম না। এখানে রঙ্গনা হেরাথ, ব্যাটিং কোচ ও স্টাফরা আমাকে সহায়তা করছেন অনেকভাবে। আমি যখনই যেটা চাচ্ছি, সহজেই সেটা শিখতে পারছি। সামনের দিনের প্রস্তুতির জন্য খুব ভালো হচ্ছে।’ সাত বছর ধরে জাতীয় দলে খেলা এই স্পিনার জানান সবসময়ই সতীর্থদের মাঝে সহায়তার হাত বাড়িয়ে রেখেই এগিয়ে যান তারা, ‘সতীর্থদের সমর্থন তো সবসময় পাই। আমিও সবাইকে সহায়তা করার চেষ্টা করি। জানি না কতটুকু পারছি তবে সবসময়ই নিজের সেরাটা চেষ্টা করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ