Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তানের আংশিক দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৭ পিএম

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সফরের কথা ছিল আগস্টের শেষে। কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর তাদের সফর নিয়ে জাগে শঙ্কা। আপাতত সব শঙ্কার অবসান ঘটিয়ে আজ (শনিবার) সন্ধ্যায় বাংলাদেশে এসেছে আফগান যুব দলের ৮ সদস্য। বাকিদের রাতের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে।

এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরে পাঁচটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ খেলার কথা আফগান যুবাদের। আগের সূচি অনুযায়ী ৭ সেপ্টেম্বর থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে তারা আসতে দেরি করায় ৩ দিন পেছানো হয়েছে সিরিজ। নতুন সূচি অনুযায়ী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

আফগান যুবাদের সঙ্গে বাংলাদেশ যুবাদের সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ স্কোয়াড-

সুলিমান আরবজাই, সুলিমান সাফি, বিলাল সায়েদী, বিলাল আহমেদ তারিন, কামরান হোটাক, নানগেয়ালিয়া খান, ইয়ামা আরব, ফয়সাল খান আহমেদজাই, মোহাম্মদ ইশাক জাজাই, ইজাজ আহমেদ আজাদ, জাহিদুল্লাহ সালিমি, মোহাম্মদউল্লাহ নাজিবউল্লাহ, ইজাজ আহমেদ আহমেদজাই, ইজহারউল্লাহ নাভিদ, শহীদ হাসানি, সাবাউন বানুরি, বিলাল সামি, মোহাম্মদ নাভিদ জাদরান ও আল্লাহনুর নাসেরি।



 

Show all comments
  • Yousman Ali ৫ সেপ্টেম্বর, ২০২১, ৯:৩০ এএম says : 0
    WELCOME WELCOME AFGHANISTAN CRICKET TEAM
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ