নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টি-টোয়েন্টি ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে বাংলাদেশের। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখিয়ে সিরিজ জয়ের পর বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজও জয় দিয়ে শুরু করেছে টাইগাররা।
তার প্রভাব পড়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে। প্রথমবারের মতো বাংলাদেশ র্যাঙ্কিংয়ে শীর্ষ ৭ এ উঠে এসেছে। বুধবার হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে ২২ ম্যাচ থেকে ৫ হাজার ২২৮ পয়েন্ট ও ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান নিয়েছে টাইগাররা।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেছনে রয়েছে আফগানিস্তান (অষ্টম), শ্রীলঙ্কা (নবম) ও ওয়েস্ট ইন্ডিজ (দশম)। জিম্বাবুয়ে আছে একাদশতম স্থানে।
অন্যদিকে বাংলাদেশের সামনে রয়েছে অস্ট্রেলিয়া (২৪০ রেটিং পয়েন্ট), দক্ষিণ আফ্রিকা (২৪৬ পয়েন্ট), নিউজিল্যান্ড (২৬০ রেটিং পয়েন্ট), পাকিস্তান (২৬১ পয়েন্ট), ভারত (২৭৩ পয়েন্ট) ও ইংল্যান্ড (২৭৮ পয়েন্ট)।
অবশ্য বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ে শীর্ষে পাঁচে ওঠার। সেক্ষেত্রে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৫-০ ব্যবধানে জিততে হবে। তখন বাংলাদেশের রেটিং হবে ২৪৮। তাতে ২৪০ ও ২৪৬ পয়েন্ট নিয়ে পেছনে পরে যাবে অস্ট্রেলিয়া ও দ. আফ্রিকা।
ইতোমধ্যে প্রথমটাতে সফরকারীদের ৭ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে টাইগাররা। সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। বাংলাদেশ যদি কিউইদের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে তাহলে রেটিং হবে ২৪৪। তাতে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে উঠে যাবে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। ৩-২ ব্যবধানে সিরিজ জিতলে ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে অজিদের পেছনে ফেলে ছয়ে উঠবে টাইগাররা।
এখন দেখার বিষয় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি চারটি ম্যাচে কেমন কি করে বাংলাদেশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।