নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বুধবার দুপুর ১টা ৫ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তায় এ ঘোষণা দেন। ভিডিওবার্তায় সরে দাঁড়ানোর কারণ হিসেবে তামিম উল্লেখ করেন, ২০১৮ সালের পর থেকে গত পৌনে তিন বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন বাঁহাতি এই ওপেনার। মূলত এ কারণেই তিনি নিজেকে বিশ্বকাপ দল থেকে সরিয়ে নিয়েছেন।
তবে এখনই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেননি তামিম। তার এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে অবহিত করেছেন বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রীড়া সংশ্লিষ্ট অনেকেই মন্তব্য করেছেন, তিনি অভিমানে এই সিদ্ধান্ত নিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।