Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজে ফিরছে দর্শক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ৫:২১ পিএম

করোনা মহামারি কাটিয়ে দর্শক মাঠে ফিরেছে আগেই, তবে এশিয়ায় এখনো করোনা পরিস্থিতি মোটেও ইতিবাচক নয়। তবে পাকিস্তানে গ্যালারিতে বসে ক্রিকেট দেখার সুযোগ পাচ্ছে দেশটির দর্শকেরা, সেপ্টেম্বরে হতে যাওয়া পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজে দর্শক মাঠে ফেরানোর অনুমতি দেওয়া হয়েছে।

১৭ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ৩ ওয়ানডে ও ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, এই সিরিজের সবগুলো ম্যাচই মাঠে বসে দেখতে পারবে দেশটির দর্শকেরা। স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)।

এনসিওসি পাকিস্তানে করোনা প্রতিরোধে কাজ করছে, দেশটির করোনা পরিস্থিতি পর্যালোচনা করে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তবে শর্ত হলো দুই ডোজ করোনা ভ্যাকসিন নেওয়া দর্শকই শুধু মাঠে প্রবেশের অনুমতি পাবেন।

দর্শক ফেরানো প্রসঙ্গে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, “যে কোন খেলায় দর্শকরা প্রাণ এনে দেয়। মাঠে তাদের উপস্থিতি ক্রিকেটারদের সেরাটা দিতে, পারফর্ম করতে ও খেলা উপভোগ করতে উদ্বুদ্ধ করে। তাই এই আট ম্যাচে ২৫ শতাংশ দর্শককে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য এনসিওসির প্রতি আমরা কৃতজ্ঞ।”

১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান ও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজটি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, প্রায় ১৩ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামটিতে ২৫ শতাংশ, অর্থাৎ ৪ হাজারেরও বেশি দর্শক প্রবেশের অনুমতি পাচ্ছে। টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে গাদ্দাফী স্টেডিয়ামে, সেখানে দর্শক উপস্থিতি থাকবে প্রায় ৫ হাজার।

সিরিজের ৩ ওয়ানডে মাঠে গড়াবে ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর। এরপর ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, বাকি ৪ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬, ২৯ সেপ্টেম্বর ও ১, ৩ অক্টোবর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ