Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিম্বাবুয়ে ক্রিকেটের দায়িত্বে চিগুম্বুরা-জার্ভিস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

জিম্বাবুয়ের সাবেক দুই ক্রিকেটার এল্টন চিগুম্বুরা ও কাইল জার্ভিসকে ‘ট্যালেন্ট স্কাউট’ হিসেবে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। এই দু’জন সারা দেশের পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন।

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার অধীনে কাজ করবেন চিগুম্বুরা-জার্ভিস। দেশের তরুণ ও প্রতিভাসম্পন্ন খেলোয়াড়দের খুঁজে বের করার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে ক্রিকেট উন্নয়নের জন্য পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন তারা।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালক মাসাকাদজা চিগুম্বুরা ও জার্ভিসের নতুন এই ভূমিকার প্রসঙ্গে বলেন, ‘এল্টন ও কাইলকে পেয়ে আমরা উচ্ছ¡সিত। এই দু’জন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন। তারা আমাদের সঙ্গে জাতীয় ট্যালেন্ট স্কাউট হিসেবে যোগ দিলেন।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি পূর্ণাঙ্গ কাঠামোগত স্কাউটিং নেটওয়ার্ক প্রতিষ্ঠার দিকে নজর দিচ্ছি। এতে উভয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমাদের ক্রিকেট উন্নয়ন ব্যবস্থার মাধ্যমে যুব পর্যায়ের মেধাবী খেলোয়াড় চিহ্নিত, ট্র্যাক এবং বিকাশের জন্য তৈরি করা হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ