Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শুধু সমস্যাই নয়, মধুর সমস্যায় পাপন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ৯:০৪ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন শুধু সমস্যাই নয়, মধুর সমস্যায় পড়েছেন। দেশে এখন ক্রিকেটারের অভাব নেই। জাতীয় দলের পাইপলাইন বেশ সমৃদ্ধ। এক ঝাঁক তরুণ, উদীয়মান ও মেধাবী ক্রিকেটার এখন এসে পড়েছে। তাই এখন আর বলা যাবে না যে, বাংলাদেশে ক্রিকেটার সংকট। বেশি বেশি খেলোয়াড় উঠে আসায় দল গঠন করতে গেলে হিমশিম খেতে হয় নির্বাচকদের। কাকে রেখে কাকে দলে নেবেন তা ভাবতেই দিন পাড় করতে হয়। এটাই এখন পাপনের মধুর সমস্যা। বৃহস্পতিবার বিসিবির বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপান বলেন, ‘অনেক দিন ধরেই শুনে আসছি আমাদের প্লেয়ার সংকট। রিপ্লেসমেন্ট ছিল না। কিন্তু আর তেমনটা নেই। এখন বেশ কিছু প্লেয়ার আমাদের আছে।’

তিনি আরো বলেন, ‘উদাহরণ হিসেবে যদি বলি, এই যে বিশ্বকাপ খেলতে যাবে নাইম শেখ, আফিফ হোসেন। তারা অসাধারণ করেছে। এর বাইরেও অনূর্ধ্ব-১৯ থেকে যে ছেলেগুলো এলো। শরিফুলের কথাই ধরা যাক। এই যে একটা ছেলে এসে জায়গা করে নিলো, এটা তো ভালো লক্ষণ। নাসুম, শেখ মেহেদীরা জায়গা করে নিয়েছে। শামিম পাটোয়ারীও অসাধারণ। এমনকি সোহান ফিরে এসেই যে খেলা দেখাচ্ছে, তা বিশ্বমানের। এখন পর্যন্ত যেটা দেখেছি, আমি মনে করি সোহান বাংলাদেশের সেরা উইকেটকিপা।’

পাপনের ধারণা, এখন জাতীয় দলের ভেতর ও বাইরে একটা সুস্থ প্রতিযোগিতা চলছে। কে কার জায়গা নেবে, কোন পজিশনে কে খেলবে, কার রিপ্লেসমেন্ট কে হবে- তা নিয়ে মধুর প্রতিদ্বন্দ্বীতা।

প্রসঙ্গটি টানলে বিসিবি বস মুশফিকুর রহিম ও লিটন দাসের উদাহরণ টানেন। তিনি বলেন, ‘এই যে দেখেন মুশফিক, লিটন নিউজিল্যান্ড সিরিজের দলে ঢুকবে। ওরা যখন ঢুকবে, কাকে বাদ দেবেন আপনি? হুট করেই তো কাউকে বাদ দেওয়া যায় না। যখন তামিম আসবে, তখন কাকে বাদ দেবেন বলেন? আমি বলতে চাচ্ছি, এটা একটা সমস্যা। কিন্তু মধুর সমস্যা। এটাই আমরা চাই। এটা চাচ্ছিলাম। কিন্তু এমনি এমনি তো আর হয়নি, পরিকল্পনার ফলেই মধুর সমস্যাটি এই এসেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ