Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একই সময় খেলবে বাংলাদেশের দুই জাতীয় দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ৯:০২ পিএম

আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণে একই সময়ে দুইটি জাতীয় দল গঠন করা নতুন কোনো বিষয় নয়। অনেক আগে থেকেই এমন ঘটনা ঘটছে ক্রিকেট বিশ্বের বড় বড় দেশগুলোতে। নিউজিল্যান্ডের কথা ধরা যাক। তারা চলতি বাংলাদেশ সফরের জন্য তাদের বিশ্বকাপ স্কোয়াডের একজন ক্রিকেটারকেও রাখেনি। এছাড়া স¤প্রতি বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের টেস্ট দল যখন ইংল্যান্ডে, তখন শিখর ধাওয়ানের নেতৃত্বে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভিন্ন আরেকটি ভারতীয় জাতীয় দল। দীর্ঘদিন ধরে বিদেশে এমনটা দেখে চোখ সওয়া হলেও এখন তা বাংলাদেশে দেখাও সম্ভব! কল্পনা নয়, এটা বাস্তব। খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনই এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, এবছরই এমনটা দেখা যেতে পারে। বিসিবি’র বার্ষিক সাধারণ সভা শেষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেছেন পাপন। পাপন বলেন, ‘আমাদের দুইটা জাতীয় দল একসঙ্গে খেলবে, এমন সময়ের বেশি দেরি নেই। আমার ধারণা খুব তাড়াতাড়ি দেখা যাবে বাংলাদেশের দু’টি জাতীয় দল। নভেম্বরে আমাদের দেশে পাকিস্তানের আসার কথা রয়েছে। এর বাইরে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সিরিজও আছে। সুতরাং একসঙ্গে দুইটি জাতীয় দল হতেই পারে।’

তিনি যোগ করেন, ‘শুধু বলবো যে, অস্থির হবেন না। এমন পরিস্থিতিতে নতুন কিছু খেলোয়াড় খেলবে। একটা দুইটা ম্যাচ খারাপ খেলতে পারে, তাতে হুলস্থূল হওয়া যাবে না। একটু ধৈর্য্য ধরুন, সময় দিলে আমার ধারণা দুইটা জাতীয় দল গঠন করা সম্ভব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ