Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হতশ্রী ব্যাটিংয়ে ৭৮ রানে অলআউট ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ৮:৫৭ পিএম

লর্ডস টেস্টে দুর্দান্ত জয়ে ফুরফুরে মেজাজেই লিডসের হেডিংলিতে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নেমেছিলো ভারত। অন্যদিকে বিপরীত চিত্র ছিলো ইংল্যান্ড শিবিরে। কিন্তু মাঠের খেলায় বিরাট কোহলিদের রীতিমতো দুঃস্বপ্ন উপহার দিয়েছে স্বাগতিক পেসাররা।

আজ (বুধবার) হেডিংলিতে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানেই গুটিয়ে গেছে ভারত। যেখানে রোহিত শর্মা আর অজিঙ্কা রাহানে ছাড়া বাকি কোনো ভারতীয় ব্যাটার দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। অথচ এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ব্যাটিংয়ে নেমে ইংলিশ পেসারদের আগুনে বোলিংয়ে রীতিমতো নাকানিচুবানি খেয়েছে ভারতীয় ব্যাটাররা।

দিনের পঞ্চম বলেই উইকেট হারানো ভারত, শেষ পর্যন্ত ৪০.২ ওভারে একশো রানের আগেই গুটিয়ে গেছে। ভারতের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেছেন রোহিত শর্মা, যেখানে ভারতীয় ওপেনার খেলেছেন ১০৫ বল। আর ৫৪ বল মোকাবিলায় ১৮ রান করেছেন সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে।

জেমস অ্যান্ডারসন, ক্রেইগ ওভারটন, ওলি রবিনসন, স্যাম কারানদের দুর্দান্ত বোলিং প্রদর্শনীর সামনে বাকি ব্যাটাররা ক্রিজে এসেছেন আর ফিরেছেন। যেখানে লোকেশ রাহুল, মোহাম্মদ শামি এবং জাসপ্রিত বুমরাহ রানের খাতাই খুলতে পারেননি।

আজও ব্যাট হাতে ফের ব্যর্থ হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ১৭ বল মোকাবিলায় ৭ রান করে উইকেটের পিছনে জশ বাটলারের হাতে ক্যাচ দিয়ে অ্যান্ডারসনের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তিনি।

ইংল্যান্ডের হয়ে জেমস অ্যান্ডারসন ৮ ওভার বল করে ৫ মেইডেন সহ মাত্র ৬ রান খরচায় শিকার করেছেন ৩ উইকেট। এছাড়া ক্রেইগ ওভারটন ১৪ রানে ৩টি এবং ওলি রবিনসন ১৬ ও স্যাম কারেন ২৭ রানে ২টি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ৭৮/১০ (ওভার ৪০.৪); রোহিত ১৯, রাহানে ১৮; অ্যান্ডারসন ৩/৬, ওভারটন ৩/১৪



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ