Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ‘সোনার খেলায়’ সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্যের মালা গলায় নিয়েই উড়াল দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানে পরিবারের সঙ্গে দারুণ কিছু সময় পার করে গিয়েছিলেন পবিত্র মক্কা নগরীতে। সেরেছেন ওমরাহ হজ্জ। আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলার আগে দলের সাথে যোগ দিতে গতকাল দিবাগত রাত একটায় দেশে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ইতোমধ্যেই হোটেলে উঠেছে দুই দল। ২৬ আগস্ট পর্যন্ত কোয়ারেন্টিনে থাকবে দুই দলের খেলোয়াড় এবং অন্যান্য স্টাফরা। এরপর ২৭ আগস্ট থেকে অনুশীলন করতে পারবে ক্রিকেটাররা। কিন্তু সাকিব একদিন পর কোয়ারেন্টিনে যোগ দেওয়াতে অনুশীলনের সুযোগও পাবেন একদিন পর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সেরা হয়েছিলেন সাকিব। সিরিজের শেষ ম্যাচে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে একশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। সিরিজের শেষ ম্যাচ খেলার পর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন স্ত্রী-সন্তানদের কাছে। এবার নিউজিল্যান্ড সিরিজ। ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সিরিজের পরের ম্যাচগুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পাঁচটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।
এদিকে, ‘সঞ্চয়ের জন্য, ভবিষ্যতের জন্য, দেশের সব মানুষের জন্য এলো এক সুখবর’- এই ভাষাতে বিজ্ঞাপন দিয়ে নিজের নতুন ব্যবসার জানান দিলেন সাকিব বাংলাদেশের এই অলরাউন্ডার এবার নেমেছেন সোনার ব্যবসায়। গতপরশু পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে দেশসেরা ক্রিকেটার জানান, বাংলাদেশে ব্যাংকিং বিনিয়োগে সুদের হার নিম্নগামী তাই তিনি এই হালাল পথ বেছে নিয়েছেন, ‘স্বর্ণ আমদানি হালাল। স্বর্ণে বিনিয়োগও হালাল। দেশের ব্যাংকিং বিনিয়োগে সুদের হার ক্রমশ নিম্নগামী, তাই হালাল ও নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন।’
বিজ্ঞাপনে ঢাকা ও রংপুর অফিসের ঠিকানা দিয়ে সাকিব তার প্রতিষ্ঠান থেকে খাঁটি সোনা কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান, ‘সরকারি অনুমোদনক্রমে আমি সাকিব আল হাসান দেশে বৈধভাবে স্বর্ণবার এবং স্বর্ণালঙ্কার আমদানি এবং বিক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার হিসেবে ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি। আপনার ব্যক্তিগত প্রয়োজনে অথবা আপনার ব্যবসায়িক প্রয়োজনে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দেশে বৈধভাবে, সঠিকভাবে ওজনের খাঁটি স্বর্ণ আমদানি করতে পারেন অথবা আমদানিকৃত স্বর্ণ ক্রয় করতে পারেন।’
ব্যবসায় এর আগেও বিনিয়োগ করেছেন সাকিব। রেস্টুরেন্ট, শেয়ার বাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে তার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ