নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দীর্ঘ ২০ বছরের মার্কিন আধিপত্যের অবসান ঘটিয়ে আফগানিস্তানের মসনদে তালেবান। তাতেই দেশটির ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা। প্রতিবেশী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ঠিক সময়ে শুরুর কথা বলা হলেও নিশ্চিত হয়নি। পাক-আফগান সিরিজ সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিনদিন আগে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ১০ দিনের লকডাউনে গেছে দেশটি।
আগামী মাসের ৩ থেকে ৯ তারিখের মধ্যে শ্রীলঙ্কার হাম্বানটোটায় সিরিজ শুরু হওয়ার কথা। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ সিরিজ নিয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো প্রস্তুতি নেয়নি। প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও স্থগিত করা হয়েছে সেটি। ভাড়া করা বিমানের ব্যাপারেও কোনো প্রস্তুতি নেয়নি তারা।
কাবুলে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু করেছিলেন আফগানিস্তানের ক্রিকেটাররা। তবে নতুন পরিস্থিতিতে বেশ কিছু বাধা আফগানিস্তানের ক্রিকেটের টপকাতে হবে জানিয়েছিল ক্রিকেট বোর্ডের ঘনিষ্ঠ এক সূত্র, ‘কাবুলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের নিশ্চয়তা দেওয়া যায় না। মনে রাখতে হবে, এটা কিন্তু প্রতিপক্ষের মাঠে আয়োজিত সিরিজ নয়, আফগানিস্তান এ সিরিজের আয়োজক।’
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, এর আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে পাকিস্তানে এ সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিল পিসিবি। তবে আফগানিস্তানের বোর্ড সেটি নাকচ করেছে। তালেবানের ক্ষমতা গ্রহনের পর এখনো স্বাভাবিক হয়নি বিমানপথে চলাচল। ফলে শ্রীলঙ্কা যাওয়ার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা। সড়কপথে আগে পাকিস্তান যাবে আফগানিস্তান। এরপর দুবাই হয়ে আকাশপথে শ্রীলঙ্কায় যাওয়ার কথা তাদের।
শ্রীলঙ্কায় একই সময়ে হওয়ার কথা দুটি দ্বিপক্ষীয় সিরিজ। হাম্বানটোটায় পাকিস্তান-আফগানিস্তানের সঙ্গে কলম্বোতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলার কথা শ্রীলঙ্কার। তবে এর আগেই দেশটিতে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গত ২০ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ১০ দিনের লকডাউনের ঘোষণা দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। এ লকডাউন শেষ হবে সিরিজ শুরুর তিন দিন আগে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।