Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তামিমকে ঘিরেই বিশ্বকাপের প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

বহুল প্রতীক্ষিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে দীর্ঘ ৫ বছর পর। তারুণ্যনির্ভর দল নিয়ে এবারের বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা বাংলাদেশ দলের। তার আগে প্রস্তুতিও হওয়া চাই জম্পেশ। বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রে বড় বিষয় হয়ে দাঁড়ায় উইকেট আর কন্ডিশন। এশিয়ায় খেলা বলে কিছুটা অভ্যস্ততা বাংলাদেশের থাকবে, তবে পুরোপুরি যে থাকবে না তা নিশ্চিত। সংযুক্ত আরব আমিরাত বা ওমানের সাথে বাংলাদেশের তাপমাত্রার পার্থক্য তো আছেই। কিঞ্চিৎ পার্থক্য থাকবে উইকেটের দিক থেকেও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান অবশ্য মনে করেন, বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি ভালোই হয়েছে। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ দুই সিরিজ জয়ের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে প্রস্তুতির ষোলোকলা প‚র্ণ করতে চান তিনি, ‘বিশ্বকাপের আগে আমরা খুব ভালো একটা প্রস্তুতিতে আছি। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মত দলের বিপক্ষে খেলা; জিম্বাবুয়েও সফর করলাম। বিশ্বকাপ ভেন্যুতে আগে যাব প্রস্তুতি নেওয়ার জন্য। আল্লাহর রহমতে প্রস্তুতি ভালোই হচ্ছে।’
বিশ্বকাপের সুপার টুয়েলভে অংশ নিতে হলে বাংলাদেশ খেলতে হবে প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডে সাকিব-রিয়াদদের সব খেলা ওমানে। সেখানে যাতে খেলোয়াড়রা সহজে মানিয়ে নিতে পারেন, এজন্য বিশ্বকাপের আগে ওমানে ক্যাম্প করবে দল। চেষ্টা চলছে কোনো দলের সাথে প্রস্তুতি ম্যাচ আয়োজনেরও। এ ব্যপারে আকরামের ভাষ্য, ‘ওমানে ৬-৭ দিন আগে যাব, এটুকু নিশ্চিত। এজন্যই তো আগে যাচ্ছি। এখনও পরিকল্পনা চ‚ড়ান্ত হয়নি। কোচ যেভাবে চায় সেভাবে আমরা করব।’
তবে দল নির্বাচনের ক্ষেত্রে কিছুটা বত্যয় ঘটতে পারে ওপেনার নিয়ে। মোটা দাগে বলতে গেলে সমস্যাটি তামিম ইকবালকে ঘিরে। ২০২০ সালের মার্চের পর টি-টোয়েন্টি দলে খেলা হয়নি দেশসেরা এই ওপেনারের। আসছে নিউজিল্যান্ড সিরিজেও খেলা হচ্ছেনা চোট-পুনর্বাসনে থাকায়। মাঝে এক সাক্ষাৎকারে টি-টোয়েন্টি থেকে অবসরের ইঙ্গিতও দিয়েছিলেন ড্যাশিং এই ব্যাটসম্যান। দীর্ঘ দিন ক্ষুদ্র ফরম্যাটে না খেলা তামিমকে সরাসরি বিশ্বকাপ দিয়েই ঘটাতে হবে প্রত্যাবর্তন। তবুও নামটি ওখন তামিম, সেক্ষেত্রে আকরামের বিশ্বাস তামিম বিশ্বকাপ দলের অবধারিত অংশ।
চাচা ও সাবেক অধিনায়ক আকরামও জানালেন, তামিমকে নিয়েই চলছে বিশ্বকাপ দল সাজানোর পরিকল্পনা, ‘তামিম দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। এটা নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। যখন ফিট থাকবে ও তো খেলবেই। ও দলের সাথে থাকবে। ওর সমস্যা ইঞ্জুরি। সেটা নিয়ে ডাক্তার, ফিজিওর সাথে নিয়মিত নির্বাচকরা কথা বলছে। এটা নিয়ে সবাই সজাগ দৃষ্টি রাখছে। আশা করছি ফিট হয়ে যাবে।’
তামিমকে নিয়ে কোনো সংশয়ের অবকাশও দেখছেন না জানিয়ে আকরাম বলেন, ‘না, আমি সংশয় দেখছি না। যেহেতু প্রতিষ্ঠিত খেলোয়াড় ও খুব ভালো খেলোয়াড়। ও ফিট থাকলে কোনো চিন্তার বিষয় নয়। ও থাকলে আমাদের জন্য তো ভালো।’ বিশ্বকাপে প্রতিটি দলের ম‚ল স্কোয়াড হবে ১৫ সদস্যের। করোনার শঙ্কা তো আছেই, চোটের কারনেও বিশ্বকাপ চলাকালে খেলোয়াড় বদলের প্রয়োজন হতে পারে। তবে ১৫ জনের বেশি সদস্য বিশ্বকাপে নিয়ে গেলে বাড়তি খেলোয়াড়দের খরচ বহন করতে হবে বোর্ডকে। বিসিবির এতে কোনো আপত্তি নেই। আকরাম বলেন, ‘নির্বাচক প্যানেল বা টিম ম্যানেজমেন্ট যদি বাড়তি ১-২ জন নিয়ে যেতে চায় এতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা এটা সবসময় করে এসেছি, ভবিষ্যতেও করব।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ