Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম চ্যাম্পিয়ন সাউদার্ন, ওভাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

ক্রিকেটের নতুন সংস্করণ হিসেবে আবির্ভূত হয়েছে ‘দ্য হান্ড্রেড’। ১০০ বলের ক্রিকেট নামেও পরিচিতি পেয়েছে এই সংস্করণ। ২০ ওভারের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণের প্রথম চ্যাম্পিয়নও দেখে ফেলল দর্শক। ক্রিকেটের নতুন এই সংস্করণের প্রথম চ্যাম্পিয়ন হয়েছে সাউদার্ন ব্রেভ। একই আসরে নারীদের ক্রিকেটের ফাইনালে সাউদার্ন ব্রেভকে ৪৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওভাল ইনভিনসিবলস।
লর্ডসে গতপরশু রাতে ফাইনালে বার্মিংহাম ফিনিক্সকে ৩২ রানে হারিয়ে শিরোপা জিতেছে সাউদার্ন ব্রেভ। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সাউদার্ন ব্রেভ। যদিও শুরুটা ধীরগতিতেই করেন দুই সাউদার্ন ওপেনার পল স্টার্লিং আর কুইন্টন ডি কক। প্রথম ১৫ বলে স্কোরবোর্ডে ওঠে ১৫ রান। এরমধ্যে নিউজিল্যান্ড ফাস্ট বোলার অ্যাডাম মিলনের বলে ৭ রান করে ফেরেন ডি কক।
শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার আগে আউট হয়ে যান সাউদার্ন অধিনায়ক জেমস ভিন্সও। অনেকক্ষণ উইকেটে থাকলেও আট বল খেলে লেগ স্পিনার ইমরান তাহিরের বলে বোল্ড হওয়ার আগে ভিন্স করেন ৮ রান। এক প্রান্ত থেকে সাউদার্নের রানের চাকা সচল রাখার চেষ্টা করেন স্টার্লিং। ৩৬ বলে ২ চার আর ৬ ছক্কায় ৬১ রান করে থামেন এই আইরিশ ব্যাটসম্যান।
নির্ধারিত ১০০ বলে সাউদার্ন যে ১৬৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়, সেটার বড় কৃতিত্ব রস হোয়াটলের। শেষ দিকে ১৯ বলে সমান চারটি করে চার-ছক্কায় ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন হোয়াটলে।
১৬৯ রানের জবাব দিতে নেমে ১৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ফিনিক্স। পুরো টুর্নামেন্টে আলো ছড়ানো এক লিয়াম লিভিংস্টোন ছাড়া বড় লক্ষ্য তাড়া করার মতো ব্যাটিং করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। সমান চারটি করে চার-ছক্কায় ১৯ বলে ৪৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেও দলের হার এড়াতে পারেননি লিভিংস্টোন। মঈন আলির দল ফিনিক্স শেষ পর্যন্ত থামে ১৩৬ রানে।
৬১ রানের দারুণ ইনিংসের জন্য ম্যাচ-সেরা হয়েছেন সাউদার্ন ব্যাটসম্যান স্টার্লিং। ৯ ম্যাচে ১৭৮.৪৬ গড়ে ৩৪৮ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ইংলিশ ব্যাটসম্যান লিভিংস্টোন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ