Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান টু দুবাই ভায়া শ্রীলঙ্কা!

আফগানদের লঙ্কা সফর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

না, এটা কোন ভ্রমন প্যাকেজ নয়। কিংবা এ তিনটি দেশ কোন ত্রিদেশীয় সিরিজও খেলছে না। এটা আফগানিস্তান ক্রিকেট দলের শ্রীলঙ্কা যাওয়ার সম্ভাব্য রুট। এশিয়ার যুদ্ধবিদ্ধস্ত দেশটিতে দীর্ঘ ২০ বছরের মার্কিন আগ্রাসনের পাল্টা জবাব দিয়ে রাষ্ট্রক্ষমতার পথে তালেবানরা। তাতেই পাল্টে গেছে দৃশ্যপট। বহি:বিশ্বের সঙ্গে সরাসরি যোগাযোগে হতে পারে সমস্যা। তাই শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজে ফ্লাইট জটিলতায় পড়তে পারেন রশিদ খানরা।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আগেই জানিয়েছিল যথা সময়েই অনুষ্ঠিত হবে আফগানিস্তান-পাকিস্তান সিরিজ। এ জন্য প্ল্যান-বি ভেবে রেখেছে এসিবি। যদি কাবুল থেকে শ্রীলঙ্কায় সরাসরি না যেতে পারে তাহলে সড়ক পথে পাকিস্তান ও এরপর দুবাই হয়ে শ্রীলঙ্কা পা রাখবে আফগান ক্রিকেট দল। পাকিস্তানের ভিসার প্রক্রিয়াও সম্পন্ন করে রেখেছে এসিবি।
২৯ আগস্ট তারা শ্রীলঙ্কায় পৌঁছবে। আফগানিস্তানের শীর্ষ ক্রিকেটার রশিদ খান, মুজিব-উর-রহমানসহ আরো দুয়েক ক্রিকেটার ইংল্যান্ডে খেলছেন। ইসিবির হান্ড্রেড টুর্নামেন্টে অংশ নিচ্ছেন তারা। আর যারা বাকি আছেন তারা সড়ক পথে পাকিস্তান ও এরপর দুবাই হয়ে শ্রীলঙ্কায় যাবে।
শ্রীলঙ্কায় পৌঁছে তিন দিনের কোয়ারেন্টাইন করতে হবে। ১ থেকে ৫ সেপ্টেম্বরের ভেতরে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। সবগুলি ম্যাচ হবে হাম্বানটোটায়। আইসিসি সুপার লিগের ম্যাচ হওয়ায় সিরিজটি বেশ গুরুত্ব দিয়ে দেখছে দুই দল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ