Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন হার্শেল গিবস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২১, ৬:০৪ পিএম

আসন্ন টি-২০ বিশ্বকাপ ক্রিকেট সম্পর্কে ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে ৪৭ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান হার্শেল গিবস বলেন, ‘ফেবারিট থাকবে তিনটি দেশ। সেই তিনটি দেশ হলো ইংল্যান্ড, পাকিস্তান ও ভারত। আসলে আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেন না। শ্রীলঙ্কাও যেকোনো কিছু করে ফেলতে পারে। এমনকি বাংলাদেশও তা করতে পারে।’

তবে ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানের ওপর জোর দিয়ে গিবস আরও বলেন, ‘আমার মতে, এখন পর্যন্ত বলব পাকিস্তান, ভারত এবং ইংল্যান্ডের কথা। তবে (বিশ্বকাপের) কন্ডিশন কেমন হবে, তার ওপরেও বিষয়টা নির্ভর করে।’ এসময় তিন দলের বর্তমান অবস্থার ভিত্তিতে গিবস বলেন, ‘পাকিস্তানের আনপ্রেডিক্টেবিলিটি সবসময়ই একটা বড় প্রভাবক। ইংল্যান্ড আর ভারত শক্তিশালী দল। তাই উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। যদি উইকেটে বল টার্ন করে, আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ তেমন ভয়ানক হতে পারবে।’

তিনি আরও বলেন, ‘বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), জস বাটলার (ইংল্যান্ড)- এসব দলে অনেক ভালো ব্যাটসম্যান রয়েছে। ওয়েস্ট ইন্ডিজেও কয়েকজন আছে। তবে কোহলি, বাবর, স্টিভ স্মিথরা এমন ব্যাটসম্যান যারা সব ধরনের উইকেটেই ভালো খেলতে পারে। তাদের স্কিল অনেক বেশি। যা অন্যদের চেয়ে তাদেরকে আলাদা করে দেয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ