Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ পয়েন্ট কাটা যাওয়ায় বিরক্ত কোহলি

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২১, ২:২৪ পিএম

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ট্রেন্ট ব্রিজ টেস্ট দিয়ে শুরু হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের খেলা, আজ তারা ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। লর্ডসে মাঠে নামার আগে দুঃসংবাদ পেয়েছে দুইটি দলই, স্লো ওভার রেটের কারণে পয়েন্ট কাটা গেছে ইংল্যান্ড-ভারত দুই দলেরই।

ট্রেন্ট ব্রিজ টেস্টের পঞ্চম দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ায় ড্র হয় দুই দলের প্রথম টেস্ট, সুবিধাজনক অবস্থানে থেকেও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হওয়ায় এমনিতেই হতাশ ছিল ভারতীয় ক্রিকেট দল।এবার স্লো ওভার রেটের কারণে দুই পয়েন্ট হারানোর পর এটাকে দুর্ভাগ্যজনকই মনে করছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। আইসিসির এই সিদ্ধান্তকে তাই ভালোভাবে নিতে পারছেন না তিনি। দুই ওভারের জন্য ২ পয়েন্ট হারানোকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না ভারতীয় অধিনায়ক।

ভারতীয় অধিনায়ক বলেন, ‘ওভার রেটের বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে থাকে। এতগুলি ওভার আমরা সময়মতো করেছি কিন্তু মাত্র দু’ওভারের জন্য শাস্তি পেতে হলো যা দুর্ভাগ্যজনক। খেলার গতির সঙ্গে আমরা সবসময় সামঞ্জস্য রেখে চলি। এক একটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘ছোট ছোট জায়গায় ১০-১৫ সেকেন্ড করে বাঁচাতে পারলেও তা বড় ব্যাপার হয়ে উঠতে পারে। দ্বিতীয় ইনিংসে আমরা সেই চেষ্টাই করেছি এবং তিন-চার ওভার পুষিয়ে দিতে পেরেছি। এতটা পেছনে পড়া উচিত নয় যে পড়ে আর তা পুষিয়ে দেওয়া যায় না।’

ভারতের পাশাপাশি ইংল্যান্ডেরও ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে, এছাড়াও দুই দলের ক্রিকেটারদের ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। আজ থেকে লর্ডসে শুরু হচ্ছে ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ