Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাইফ সাপোর্টে ক্রিস কেয়ার্নস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২১, ৭:৫৩ পিএম

নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ও অলরাউন্ডার ক্রিস কেয়ার্নসকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বার্তা সংস্থা এএফপি নিউজিল্যান্ডের বার্তা সংস্থা নিউজহাবের বরাত দিয়ে নিশ্চিত করেছে এই তথ্য।

এএফপি আরও জানায়, অস্ট্রেলিয়ায় বসবাসকারী কেয়ার্নস গত সপ্তাহে ক্যানবেরায় হার্ট অ্যাটাক করেন। এরপর তার হৃৎপিণ্ডের প্রধান ধমনিতে (অ্যাওর্টা) ফাটল ধরা পড়ে। তারপর থেকেই শঙ্কটাপন্ন অবস্থায় আছে এই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।

গত এক সপ্তাহে তার বেশ কয়েকবার অস্ত্রোপচার করা হয়েছে, নিউজহাবের বরাত দিয়ে জানায় এএফপি।

এএফপি আরও জানিয়েছে কেয়ার্নস চিকিৎসকেরা যেমনটা ভেবেছিলেন ‘চিকিৎসায় তিনি তেমন আশানুরূপ সাড়া দেননি।’

৫১ বছরের কেয়ার্নসকে সিডনির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। কেয়ার্নসের ব্যক্তিগত ও পারিবারিক অনুরোধে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

১৯৮৯ সালে অভিষেকের পর ১৭ বছরের ক্যারিয়ারের ৬২টি টেস্ট ও ২১৫টি ওয়ানডে খেলেন কেয়ার্নস। ৩,৩২০ টেস্ট রানের সঙ্গে ২১৮ টি উইকেট নেন কেয়ার্নস। ওয়ানডেতে রান করেন ৪,৯৫০ আর উইকেট নেন ২০১টি।

২০০০ সালে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারদের তালিকায় ছিলেন এই ব্ল্যাক ক্যাপ অলরাউন্ডার। ২০০৪ সালে টেস্ট ম্যাচ থেকে অবসরের পর নিউজিল্যান্ডের অর্ডার অফ মেরিট পান তিনি।

২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর তার নাম জড়িয়ে যায় ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে। ইংল্যান্ডের আদালত তাকে ২০১২ সালে ম্যাচ ফিক্সিংয়ের মামলা থেকে অব্যাহতি দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ