Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমন হারেও মেলে সুখ

ইমরান মাহমুদ | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

লক্ষ্যটা ছিল মামুলি, মাত্র ১০৫ রানের। তবে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সংগ্রহও যে উত্তেজনা ছড়াতে পারে তারই আরেকটি নাটক মঞ্চায়ন হলো মিরপুরের সেøা উইকেটে। ম্যাচের পরতে পরতে লুকিয়ে থাকা রোমাঞ্চ টেনে সামনে আনলেন বোলারর। মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, শরিফুল ইসলামদের দুর্দান্ত সব ডেলিভারিতে লড়াই করেই হার মেনেছে বাংলাদেশ। আর হতাশার সফরে সিরিজ হারার পর প্রথম জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। ম্যাথ্যু ওয়েডের দলকে এদিনও ধুঁকতে হয়েছে শেষ পর্যন্ত। ৯ উইকেটে বাংলাদেশের করা ১০৪ রান তাড়ায় মাইটি অজিরা খুইয়েছে ৭ উইকেট, ম্যাচটিও ৩ উইকেটে জিতেছে শেষ ওভারে গিয়ে!

এক ওভারেই ৩০ নেন ড্যান ক্রিস্টিয়ান, তার পরও পরাজয়ের শঙ্কায় ছিল অস্ট্রেলিয়া। ৬৫ রানে হারায় তারা ৬ উইকেট। তবে অ্যাশটন অ্যাগারের সৌজন্যে শেষ পর্যন্ত শঙ্কা কাটাতে পারে তারা। আটে নেমে ২৭ বলে ২৭ রানের গুরুত্বপ‚র্ণ ইনিংস খেলেন তিনি। জয়ের কাছে গিয়ে তিনি আউট হলেও দল জিতে যায় এক ওভার বাকি রেখে। তবে অল্প পুঁজির ম্যাচে সাকিবের ৪ ওভারে ৫০ রানই শেষ পর্যন্ত হয়ে গেল বড় পার্থক্য। নইলে এদিন মহাকাব্যিক কোনো কিছুর সাক্ষী হতে পারতো মিরপুরের হোম অব ক্রিকেট।

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি আপাতত ৩-১ করল স্বাগতিকরা। হোয়াইটওয়াশের স্বপ্ন বাদ দিয়ে এবার মাহমুদউল্লাহর দলের সামনে ৪-০ করার সুযোগ। একই ভেন্যুতে একই সময় সিরিজের শেষ ম্যাচটি আগামীকাল।

ইনিংসের শেষ বলে ক্যাচ তুললেন শরীফুল ইসলাম। গতকাল বাংলাদেশের ব্যাটিংয়ের প্রতীকী হেয়েই থাকলো যেন ছবিটি। শুরুতে জশ হ্যাজলউড, মাঝে মিচেল সোয়েপসনের পর শেষদিক অ্যাশটন অ্যাগার আর অ্যান্ড্রু টাইয়ের তোপে ১০৪ রানেই থামে বাংলাদেশ। মিরপুরে টস জিতে আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশ খেই হারিয়েছে প্রায় শুরু থেকেই। টপ অর্ডার ব্যর্থ হয়েছে আবারও। মাঝে সাকিব ভুগেছেন। দ্রæত ফিরেছেন মাহমুদউল্লাহ। আফিফ ও শামীম চেষ্টা করেছেন ক্যামিও খেলার, তবে শামীম ও নুরুল হয়েছেন ব্যর্থ।

তবে সবচেয়ে ভুগিয়েছে বাংলাদেশের ওপেনিং জুটি। প্রথম ম্যাচে ১৫, দ্বিতীয় ম্যাচে ৯, তৃতীয় ম্যাচে ৩! অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ওপেনিং সমস্যা যেন কাটছেই না! সেই হিসেবে গতকাল যেন বেশ ভালো রানই এসেছে, ২৪। এমন দারুণ কোনো কিছু নয়। কিন্তু এই সিরিজের প্রেক্ষাপটে, এটিই অনেক। সিরিজে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি বলে কথা! আগের তিন ম্যাচে শুরুর জুটি সেরা ছিল ১৫ রান। তারপরই বিদায় নিয়েছেন সিরিজ জুড়েই নিজের ছায়া হয়ে থাকা সৌম্য সরকার। বিভীষিকার মতো সিরিজ কাটানো এই ওপেনার ফেরেন ১০ বলে ৮ রান করে! উইকেটে একদমই ছন্দ পাচ্ছিলেন না সাকিব। অনেকটা সময় ক্রিজে থেকেও খুঁজে পাচ্ছিলেন না টাইমিং। জশ হেইজেলউডের বলে স্কুপ করে বাউন্ডারিতে চার মেরে জেগে ওঠার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত পারলেন না টিকতে। আউট হয়েছেন ২৬ বলে ১৫ রান করে।

পরের ওভারের শেষ দুই বলে কোনো রান যোগ না করেই ফিরেছেন দুই টপ অর্ডার অধিনায়ক মাহমুদউল্লাহ আর উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহান। মিচেল সোয়াপসনের বলে দুজনেই পড়েন এলবিডবিøউর ফাঁদে। শেষ দিকে নেমে ১৬ বলে ২৩ রানের ছোট্ট ক্যামিওতে দলকে লড়িয়ে পূঁজি এনে দেন আফিফ হোসেন।

সহজ লক্ষ্যে নেমে শেখ মেহেদীর চতুর্থ বলেই বিদায় নেন অজি কাপ্তান ওয়েড। এরপর নিজেদের কৌশল বদলে ড্যান ক্রিস্টিয়ানকে তিন নম্বরে পাঠায় অস্ট্রেলিয়া। উদ্দেশ্য পরিষ্কার- সøগ করা। সেই কাজটা তিনি করেন দারুণভাবে। ইনিংসের চতুর্থ ওভারে সাকিবকে পাঁচ ছক্কা মেরে দেন তিনি। রান তাড়ায় সমীকরণ একদম সহজ হয়ে যায় তখনই। কিন্তু নাটকের ছিল অনেক বাকি। মুস্তাফিজ এসে সেই ক্রিস্টিয়ানকে ফিরিয়ে দেওয়ার পর খেই হারায় অজিরা। মোজেজ হেনরিকস হয়ে যান দুর্ভাগ্যজনক রান আউট। আলেক্স ক্যারি কাটার মাস্টারের সেøায়ার বুঝতে না পেরে হন এলবিডবিøউ। অজিদের আশা ভরসার প্রতীক মিচেল মার্শ শেখ মেহেদির বলে ড্রাইভে প্রলুব্ধ হয়ে ফেরেন বোল্ড হয়ে। ১৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। দারুণভাবে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ।

এত ভাল অবস্থায় থেকেও এই ম্যাচ হারলে অস্ট্রেলিয়ার জন্য ব্যাপারটা হতো চরম বিব্রতকর। দলকে সেই বিব্রতিকর দশা থেকে রক্ষা করেন দুই অ্যাস্টন- অ্যাগার ও টার্নার। সপ্তম উইকেট জুটিতে আসে মহা গুরুত্বপ‚র্ণ ৩৪ রান। তাতেই বেরিয়ে যায় ম্যাচ। শরিফুল ইসলামের বলে শামীম পাটোয়ারির দারুণ ক্যাচে ধরা পড়ে বিদায় নেওয়ার আগে ২৭ বলে ২৭ করে যান অ্যাগার। মাত্র ৯ রান করলেও টার্নার ক্রিজে থেকে খেলা শেষ করে বেরিয়েছেন।

মুস্তাফিজ এই ম্যাচেও ছিলেন দুর্দান্ত। শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন। ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে তুলেছেন ২ উইকেট। কিন্তু এত কম রান দিয়ে ম্যাচ জেতার আশা করা যে বাড়াবাড়ি! তবে হ্যাটট্রিক জয়ে সিরিজ নিশ্চিত হয়ে গেছে প্রথম তিন ম্যাচেই। তবে বাংলাদেশের প্রাপ্তির অভিযান শেষ হয়নি। আপাতত চাওয়া আরও একটি জয় এবং সেই জয়ের পথে ব্যাটিংয়ের উন্নতি।



 

Show all comments
  • Foridul Islam Nirzon ৮ আগস্ট, ২০২১, ১২:৩২ এএম says : 0
    · হারজিত নিয়ে খেলা। তিন ম্যাচ টানা জিতেছে আমার বাংলাদেশ। সামনে ইন শা আল্লাহ জিতবে। নেগেটিভ কিছু লিখলে তারা মানসিক ভাবে ভেঙ্গে পড়বে।
    Total Reply(0) Reply
  • Sheikh Shahin ৮ আগস্ট, ২০২১, ১২:৩৩ এএম says : 0
    টানা তিন ম্যাচ পারফর্ম করার পর এক ম্যাচ ফ্লপ হতেই পারে,এটা খেলারই একটা অংশ,অনেকেই আজে বাজে মন্তব্য করছেন,,এটা মোটেও কাম্য নয়,,,তারপর ও সাকিব ইজ দ্যা বেস্ট,,আমার গল্পে সাকিববাই সেরা,
    Total Reply(0) Reply
  • Mamun Rashid ৮ আগস্ট, ২০২১, ১২:৩৩ এএম says : 0
    সাকিবের জন্য বাজে দিন আজ। কিন্তু ৬৫ রানে ৬ উইকেট হারানোর পর মুস্তাফিজ ও শরিফুল ইসলাম কে বোলিং করানো উচিৎ ছিলো। মাহমুদউল্লার ও ভূল আছে।
    Total Reply(0) Reply
  • KaMrul Islam Picklo ৮ আগস্ট, ২০২১, ১২:৩৩ এএম says : 0
    সাকিব চ্যাম্পিয়ন প্লেয়ার অসংখ্য ম্যাচ জয়ের নায়ক বাংলাদেশের প্রাণ একটা ম্যাচ হারাতে তেমন কিছু যায় আসে না যেখানে সিরিজ আগেই নিশ্চিত হয়েছে
    Total Reply(0) Reply
  • ডিজিটাল ফকির ৮ আগস্ট, ২০২১, ১২:৩৩ এএম says : 0
    সাকিব এক ওভারে ৫ টা ছয় খেয়েছে বড় কথা না। সমস্যা হল শরীফুল,মোস্তাফিজের বল বাকি থাকতেও সাকিবকে কেন বোলিংয়ে আনা হল? তখন কি রান চেক দেওয়ার দরকার ছিল না উইকেটের দরকার ছিল মাহমুদোল্লার?? যতই বয়স বাড়ে এগুলা দিন দিন কাঁচা হয়।
    Total Reply(0) Reply
  • Sanaul Islam Sakib ৮ আগস্ট, ২০২১, ১২:৩৪ এএম says : 0
    ১০৫ রান ডিফেন্ড করতে পাঁচজন বোলারের খরচ হয়েছে ৫৫ রান, আর একজন বোলার একাই দিল ৫০ রান! ব্যাটিংয়ে তিনি অসাধারণ ছিলেন, করেছেন ২৬ বলে ১৫ রান!
    Total Reply(0) Reply
  • Khandoker Md. Shahjahan ৮ আগস্ট, ২০২১, ১২:৩৪ এএম says : 0
    যাইহোক, ৪ ম্যাচে টি(টেস্ট)-২০ খেলার পর শেষ ম্যাচে অন্তত যেন প্রকৃত টি-২০ খেলার আমেজ পাওয়া যায় সে ব্যাপারে পিচ কিউরেটরের কাছে অনুরোধ থাকল।
    Total Reply(0) Reply
  • Nazmul Ahsan ৮ আগস্ট, ২০২১, ১২:৩৪ এএম says : 0
    সাকিব আল হাসান বরাবরই ভালো করে কিন্তু তার পরে মাঝে মধ্যে একটু টক ঝাল করাটাই তেমন কিছু নয়।
    Total Reply(0) Reply
  • Suvhan Arag ৮ আগস্ট, ২০২১, ১২:৩৫ এএম says : 0
    আজ বাংলাদেশ না জিতলেও অস্ট্রেলিয়া খুব স্মুথলি জিতছে সেটাও বলা যায়না। শেষের একটা রান করতেই তাই কত বল গেল বিশেষ করে অস্ট্রেলিয়া র মতো টিমের জন্য এটা ,, ,,, যাই হোক। এভাবে বাংলাদেশ এগিয়ে যাক। ক্রিকেটে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবে।
    Total Reply(0) Reply
  • Shakir Ahsanullah ৮ আগস্ট, ২০২১, ১২:৩৫ এএম says : 0
    সাকিব বিজ্ঞাপনের শুটিং এর ব্যস্ততার চাপের ভেতরেও যে খেলতে আসছে, এটাই তো বেশি!
    Total Reply(0) Reply
  • সালাহউদ্দিন ৮ আগস্ট, ২০২১, ৬:৪০ এএম says : 0
    সৌম্য সরকারকে আর কোন ম্যাচে দেখতে চাই না এক ম্যাচে একটু ভালো করে বাকি পরের 10 ম্যচে সে খারাপ করে কোন কারণে তাকে দলে নিয়ে দলের জন্য বোঝা করা হয়।? এর চেয়ে ভালো প্লেয়ার বাংলাদেশ দলের রয়েছে তাদেরকে কেন চান্স দেওয়া হয় না। সৌম্যর খেলা মোটেই পছন্দ নয়
    Total Reply(0) Reply
  • mohammad mashud ৮ আগস্ট, ২০২১, ১০:৫৮ পিএম says : 0
    ধারাবাহিকভাবে performance হীন সৌম্য সরকারকে আর দেখতে চাইনা জাতীয় দলে |
    Total Reply(0) Reply
  • mohammad mashud ৮ আগস্ট, ২০২১, ১০:৫৮ পিএম says : 0
    ধারাবাহিকভাবে performance হীন সৌম্য সরকারকে আর দেখতে চাইনা জাতীয় দলে |
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ