Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিতলেই সিরিজ বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ৪:৩০ পিএম

সুযোগটা চলে এসেছিল ২০১৭ সালেই। প্রতাপশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। চট্টগ্রামে ড্র করতে পারলেও ট্রফিটা নিজেদের ঘরে রাখতে পারতো এককভাবে। কিন্তু ওই টেস্টে হেরে গিয়ে শেষ অবধি সিরিজ ভাগাভাগি করতে হয়েছে দুই দলকে।

এবারের সুযোগটা অবশ্য স্পষ্ট। সামনে আরও তিন ম্যাচ বাকি। প্রথম দুই ম্যাচে জয় পাওয়া বাংলাদেশের এর যেকোনো একটি জিতলেই হবে। ব্যস, একাধিক ম্যাচের সিরিজে পঞ্চমবারের মতো সিরিজ জিতবে টাইগাররা। তার চেয়েও বড় ব্যাপার, হারিয়ে দেওয়া যাবে অস্ট্রেলিয়াকে।

বাংলাদেশ যে আগে একাধিক ম্যাচের সিরিজ জিতেছে দুইবার জিম্বাবুয়ে ও একটি করে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবারের প্রতিপক্ষ যতই অজিদের ‘বি’ দল হোক। তবুও তো দেশের নামটা অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন সিরিজ জয় নিশ্চয়ই বাড়তি উৎসাহ দেবে টাইগারদের।

সেটি সম্ভব ভালোভাবেই। কারণ প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার অবস্থা যে বেশ ভঙ্গুর। সবমিলিয়ে শেষ চারটি সিরিজে হেরে গেছে অস্ট্রেলিয়া। এবার টাইগারদের সামনে সুযোগ তাদেরকে টানা পঞ্চম সিরিজ হারানোর। বাংলাদেশের ক্রিকেটাররা আজ যদি ঠিকঠাক করতে পারেন নিজেদের কাজ, তাহলে এটি খুব ভালোভাবেই সম্ভব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ