Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কোহলির লজ্জার রেকর্ড

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ১১:২০ এএম

ভারত আগের দিনের স্কোর থেকে ভালোই টানছিল। হঠাৎ করে ভারতীয় দলে দেখা দেয় বিপর্যয়। কিন্তু এদিন ব্যাট হাতে ফের একবার দলকে লজ্জায় ফেললেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার প্ৰথম বলেই উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। ভাবা হয়েছিল, ইংল্যান্ডে ব্যাট হাতে ফর্মে ফিরবেন তারকা। তবে নটিংহ্যামে শূন্য রানে আউট হয়ে বিপত্তি বাড়ালেন তিনি। এটি বিরাট কোহলির জন্য লজ্জার রেকর্ডও বটে।

কেএল রাহুল এবং রোহিত শর্মা দুজনেই দলকে প্রায় সেঞ্চুরি পার্টনারশিপে নিয়ে যান। তবে দলগত ৯৭ রানের মাথাতেই রোহিত শর্মাকে (৩৬) ফেরান অলি রবিনসন। তারপরেই হঠাৎ করেই ধস নামে ভারতের ইনিংসে। ৯৭/০ থেকে ভারত হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে ১১২/৪ হয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ