নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
যে কোনো ফরম্যাটের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে প্রথমবার টানা দুই ম্যাচে হারিয়ে অভিনন্দনে ভাসছে টাইগাররা। বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার দম্ভকে চূর্ণ করে টানা জয় ঘরে তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত বাংলাদেশি খেলোয়াড়রা। আজকের এই জয়কে অত্যন্ত তাৎপর্যের সাথে দেখছেন ক্রিকেটপ্রেমীরা।
বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ১২২ রানের লক্ষ্য বাংলাদেশের জন্য কঠিন হয়ে উঠেছিল দ্রুত কয়েকটি উইকেট হারানোয়। সেখান থেকে জয়ের সুযোগ হাতছাড়া হতে দেননি আফিফ হোসেন ধ্রুব ও নুরুল হাসান সোহান। ষষ্ঠ উইকেটে দুজনের ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে এনে দিয়েছেন ৫ উইকেটের জয়। টানা দুই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। সামনের তিন ম্যাচে একটি জয় জিতে গেলেই সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়ায় টাইগারদের অভিনন্দন জানিয়ে জুবায়েদ মোস্তফা লিখেছেন, ‘‘অভিনন্দন বাংলাদেশ অস্ট্রেলিয়াকে মাটিতে নামানোর জন্য।যারা বাংলাদেশকে ছোট দল ভাবতো লজ্জা তাদের জন্য। বাংলাদেশকে কি দুর্বল প্রতিপক্ষ ভেবেছিল? নয়তো ৭ জন অজি খেলোয়াড় (ওয়ার্নার, ম্যাক্সওয়েল,স্মিথ, স্টয়নিস,কামিন্স, ঝাঁই রিচার্ডসন, কেন রিচার্ডসন) আগে থেকেই কেন করোনা অযুহাতে নিজেদের সরিয়ে নিল! তারা নিজ দেশে বসে দেখুক নিজ দেশের নড়বড়ে ব্যাটিং লাইন আপ, কি অসহায় আত্মসমর্পণ। এমন অসহায় আত্মসমর্পণ শেষ কবে করেছিল হয়তো ভুলে গেছে অজিরা।বসে বসে নতুন চক কষেন কিভাবে টাইগারদের থাবা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর বাংলাদেশকে হেয় করার আগে দশবার ভেবে নিবেন।
এটা সৃষ্টিলগ্নের সেই বাংলাদেশ নয়, এই বাংলাদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জবাব দিতে জানে। এই বাংলাদেশ ঘরের মাটিতে প্রতিপক্ষকে রীতিমত নাকানিচোবানি খাওয়ায়।বাংলাদেশের ক্রিকেটের উত্থান এই সোনালী প্রজন্মের হাত ধরেই। এবার আপনারা উচিত শিক্ষা পেয়ে যাবেন, মনে রাখবেন আবার আসলে পূর্ণ শক্তি নিয়ে আসবেন। দেখেন নি কতোটা অপ্রতিরোধ্য এই বাংলাদেশ! ব্যাটিং, বোলিং,ফিল্ডিং, ফিনিশিং সব জায়গায় নিজেদের জানান দিয়েছে।
আমি অভিভূত বাংলাদেশের খেলা দেখে। জয়ের ধারা অব্যাহত থাকুক কারণ সামনে কিউই মিশন। তাদেরকে ও অগ্রিম বার্তা দিয়ে রাখতে চায়।আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। অজিরা শুনেন আরেকটা কথা, এই ব্যাটিং লাইন নিয়ে নিজেদের সম্মান বাঁচিয়ে যেতে পারবেন তো???অতিরিক্ত দাম্ভিকতা নিজেদের জন্য কাল হয়ে দাঁড়াবে না তো?’’
আমিনুল ইসলাম রনি টাইগারদের প্রশংসা করে লিখেছেন, ‘‘আজকের খেলায় সত্যি অনেক ভালো লেগেছে বিশেষ জরে মেহেদি হাসান এর ক্যাচ গুলো যখন অস্ট্রেলিয়া খেলোয়াড় চেষ্টা করার পরে-ও ধরতে না পারা অনেক আক্ষেপ ছিলো তাদের। আর আফিফ অসাধারণ সাহসী বাঘের বাচ্চা মতো সামনে এগিয়ে বাউন্ডারি মারলেন এটাই হলো টি-টোয়েন্টি খেলা ভবিষ্যতে অনেক ভালো করবে নতুন সবগুলো খেলোয়াড়। আর সাকিব, মুস্তাফিজ, মাহমুদউল্লাহর অসাধারণ ক্যাপ্টেন্সি বাংলাদেশ খেলা জয় হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাবে এই দোয়া ও শুভকামনা রইলো।’’
রাহাত অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘‘সাবাস বাংলাদেশ সাবাস। এটাই অজিদের দেওয়া সব নিয়মের উপযুক্ত জবাব। অভিনন্দন বাংলাদেশ দলকে। আগে একসময় এমন ম্যাচ আমরা কত হেরেছি কিন্তু বর্তমানে সব কিছু বদলেছে আমরাও এমন ম্যাচ কিভাবে জিত্তে হয় কিভাবে কঠিন অবস্থায় কিভাবে ম্যাচ বাহির করে জিতাতে জয় তা শিখেছি এবং ম্যাচ জিতেছি। সত্যি অনেক ভালো লাগছে ২-০ তে এগিয়ে গিয়েছি তাও আবার অজিদের সাথে।’’
মোঃ মামুন খান লিখেছেন, ‘‘অভিনন্দন প্রিয় বাংলাদেশ। আগেই বলেছি একটু ভালো খেললে সবগুলো ম্যাচ জিতবে বাংলাদেশ। এই অস্ট্রেলিয়া কে হোয়াইটওয়াস করলে ভালো হয়। তবে সিরিজ জিতুক এটাই চাই। সম্প্রতি ১৮ T20 খেলে ৫ টায় জিতেছে ভাবের ডিব্বা অস্ট্রেলিয়া।’’
আহমেদ আফফান লিখেছেন, ‘‘বাংলাদেশ খর্ব শক্তির দল নিয়ে অষ্ট্রেলিয়ার দম্ভ চূর্ণবিচূর্ণ করে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনছে।অভিনন্দন বাংলাদেশে টিমকে বোলিং ফিল্ডিংয়ের নৈপুণ্যে শৈল্পিক ছন্দে খেলা খেলে তাক লাগানো জয় উপহার দেওয়ার জন্য।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।