Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের দুইয়ে দুই

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২১, ১২:০৭ এএম

কোথাও এক ফোঁটা খামতি নেই। সবদিকে সবকিছু পরিপাটি করে সাজানো। ইতিহাস, ঐতিহাসিক, চাঁদের হাট, সাজানো-গোছানোর মতো শব্দগুলোর নিয়মিত আনাগোনা চলছে এদিক ওদিক। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আকাশটাও পরিস্কার। এই লকডাউনে অফিস-স্কুল বন্ধ থাকায় সবার নজর টিভি স্ক্রিণের দিকে। ইউটিউবে চোখ বুলালেও লাইভ খেলা দেখার লোকের সংখ্যা নেহায়েত কম নয়। সবাই অপেক্ষায় ছিলেন ঘরোয়া উৎসবের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দ্বিতীয় দেখে অবশ্য সমর্থকেরা তৃপ্তির ঢেকুর তুলতে পারেননি। কেবলই দুঃস্বপ্ন হতে যাওয়া ম্যাচটিতে জিতে অস্বস্তিই মোচন করেছেন তারা। অথচ জয়টা হতে পারতো আরও অনেক সহজে, স্বাচ্ছন্দে। তবে দিনশেষে তবুও স্বস্তি জয় এসেছে। ৫ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

গতকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করতে করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২১ রান তোলে ম্যাথু ওয়েডের দল। টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাটিং করে পুরো ওভার খেলে এটাই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ২০১০ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে করা ৮ উইকেটে ১৩৩ রান ছিল তাদের সর্বনিম্ন স্কোর। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে লক্ষ্য ছিল ১২০ বলে ১২২ রানের। সাদা বলের ক্রিকেটে চোখ বন্ধ করে খেললেও তাড়া করা যায় এ রান। বিশেষ করে টি-টোয়েন্টিতে হলেতো আর কিছু বলার অপেক্ষাই রাখে না। এইতো সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারনী ম্যাচে ১৯৪ রানের লক্ষ্যটা কি সুন্দর করেই তাড়া করল এ দলটিই। অথচ গতকাল বলে বলে রান তাড়া করতেই ঘাম ছুটে গেল বাংলাদেশী ব্যাটসম্যানদের। গতকাল ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

ছোট লক্ষ্য তাড়ায় প্রথম ম্যাচের মতোই বাজেভাবে আউট হয়েছেন সৌম্য সরকার। রানের খাতা খোলার আগেই ফিরে গেছেন তিনি। সঙ্গীকে হারিয়ে নাঈম শেখও বেশিক্ষণ টিকতে পারলেন না। জশ হ্যাজেলউডের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন বাঁহাতি ওপেনার। দুই ওপেনার বিদায় নিলে চাপ তৈরি হয়েছিল। তবে অস্ট্রেলিয়ান বোলারদের চেপে ধরার সুযোগ দেননি সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসান। তাদের ব্যাটে ভর করে লক্ষ্যের পথে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। তবে সাকিবের বিদায়ে আবারও ধাক্কা স্বাগতিক শিবিরে। এরপর পারলেন না মাহমুদউল্লাহও। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে গেছেন স্বাগতিক অধিনায়ক। এরপর রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন আফিফ হোসেন। তবে উইকেট হারানো আটকাতে পারেনি বাংলাদেশ। ক্রিজ ছেড়ে শট খেলতে গিয়ে স্টাম্পিং হয়েছেন শেখ মেহেদী হাসান।

ভাগ্যও বলতে হবে মেহেদীর! বেশ কয়েকবার বেঁচে গিয়েছেন নো ম্যানস ল্যান্ডে বল পড়ায়। ব্যাটিং পজিশনে প্রমোশন পেয়ে চার নম্বরে নেমে এই ব্যাটসম্যান মোটামুটি ক্রিজে মানিয়ে নিয়েছিলেন নিজেকে। তবে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন। ২৩ রানে তার বিদায়ে স্বাগতিকদের স্কোর ছিল ১৩ ওভারে ৫ উইকেটে ৮২ রান। তখনও গতে পারতো বিপদ। কিন্তু নুরুল হাসান (২১*) ও আফিফের (৩৩*) ব্যাটে ভর করে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। সফরকারিদের হয়ে মিচেল স্টার্ক, জস হ্যাজেইলউড, অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা ও অ্যান্ড্রু টাই একটি করে উইকেট নিয়েছেন।

এরআগে টস জিতে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। গতকালও স্পিনাররা শুরু থেকেই চাপে রেখেছিলেন অজিদের। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে সফরকারীদের বড় বিপদে ফেলেন দুই পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছিলেন মুস্তাফিজ ও সাকিব। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচেও রাখলেন তার স্বাক্ষর। গত ম্যাচের মতোই শুরু শেখ মেহেদী হাসানের। তার হাত ধরেই এলো বাংলাদেশের প্রথম সাফল্য। আবারও এই স্পিনারের বলে আউট হয়েছেন অ্যালেক্স ক্যারি।

ক্যারিকে (১১) শুরুতে ফেরান শেখ মেহেদি হাসান। পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে এসে অপর ওপেনার জস ফিলিপসকে (১০) বোল্ড করেছেন মুস্তাফিজ। এরপরে শক্ত একটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন মিচেল মার্শ ও মোয়সেস হেনরিক্স। তৃতীয় উইকেটে দুজনের জুটি ছিল ৫৭ রানের।

প্রথম ম্যাচের মতো উইকেট ধরে রেখে রানের চাকা সচল রাখতে চেয়েছেন মার্শ। অভিজ্ঞ এই ক্রিকেটারই ম্যাচে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক। শরিফুল ইসলামের সুইং মিস করে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ৪২ বলে ৫টি চারে ৪৫ রান করেছেন। হেনরিক্স হাত খুলতে চাইতেই সাকিব আল হাসানের বলে বোল্ড ২৫ বলে ৩০ রান করে।

এই দুজন ফেরার পর বাকিরা সেভাবে প্রতিরোধই গড়তে পারেননি। এরপর বলার মতো রান করতে পেরেছেন কেবল মিচেল স্টার্ক (১০ বলে ১৩*)। ২০ ওভারে ৭ উইকেটে ১২১ রানে থেমেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ নিয়েছেন তিন উইকেট। শরিফুল নিয়েছেন দুই্ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন সাকিব ও মেহেদি।



 

Show all comments
  • Shersha ৫ আগস্ট, ২০২১, ১২:৫১ এএম says : 0
    আলহামদুলিল্লাহ তবে উইকেট পড়ার ধরন মোটেও সুবিধাজনক ছিলোনা।
    Total Reply(0) Reply
  • Md Bellal ৫ আগস্ট, ২০২১, ১২:৫১ এএম says : 0
    আফিফের ব্যাটিং অনেক পরিণত মনে হয়েছে, আশা করি ছেলেটা অনেকদিন দলে সার্ভিস দিতে পারবে। অভিনন্দন আফিফ এবং টিম বাংলাদেশ
    Total Reply(0) Reply
  • Tariqul ৫ আগস্ট, ২০২১, ১২:৫১ এএম says : 0
    একটা কথা না বললে নই বাংলাদেশ আজ মাএ ২টি অতিরিক্ত রান দিছে ।
    Total Reply(0) Reply
  • MYM-Mohammed Yousuf Mustafa ৫ আগস্ট, ২০২১, ১২:৫২ এএম says : 0
    অভিনন্দ বাংলাদেশ জাতীয় টি-২০ ক্রিকেট দলকে এবং অসাধারণ খেলার জন্য তার সাথে ২-০ তে সিরিজ এগিয়ে যাওয়ার জন্য অনেক ভালো ভাবে জয় তুলে আনার জন্য আর শুভ কামনা রইলো সামনের ম্যাচ গুলোর।
    Total Reply(0) Reply
  • Fardeen Talha ৫ আগস্ট, ২০২১, ১২:৫৩ এএম says : 0
    এই ধরনের পিচে খেলে সাময়িক তৃপ্তি পেলেও ভবিষ্যত অন্ধকার। এ ধরনের স্লো উইকেট বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য অনেকটা সিগারেটের নিকোটিনের মতো ।
    Total Reply(0) Reply
  • Ahmed Affan ৫ আগস্ট, ২০২১, ১২:৫৩ এএম says : 0
    বাংলাদেশ খর্ব শক্তির দল নিয়ে অষ্ট্রেলিয়ার দম্ভ চূর্ণবিচূর্ণ করে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনছে। অভিনন্দন বাংলাদেশে টিমকে বোলিং ফিল্ডিংয়ের নৈপুণ্যে শৈল্পিক ছন্দে খেলা খেলে তাক লাগানো জয় উপহার দেওয়ার জন্য।
    Total Reply(0) Reply
  • Aminul Islam Rony ৫ আগস্ট, ২০২১, ১২:৫৪ এএম says : 0
    আজকের খেলায় সত্যি অনেক ভালো লেগেছে বিশেষ জরে মেহেদি হাসান এর ক্যাচ গুলো যখন অস্ট্রেলিয়া খেলোয়াড় চেষ্টা করার পরে-ও ধরতে না পারা অনেক আক্ষেপ ছিলো তাদের। আর আফিফ অসাধারণ সাহসী বাঘের বাচ্চা মতো সামনে এগিয়ে বাউন্ডারি মারলেন এটাই হলো টি-টোয়েন্টি খেলা ভবিষ্যতে অনেক ভালো করবে নতুন সবগুলো খেলোয়াড়। আর সাকিব, মুস্তাফিজ, মাহমুদউল্লাহর অসাধারণ ক্যাপ্টেন্সি বাংলাদেশ খেলা জয় হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাবে এই দোয়া ও শুভকামনা রইলো।
    Total Reply(0) Reply
  • Bappy Ahmed ৫ আগস্ট, ২০২১, ১২:৫৪ এএম says : 0
    অস্ট্রেলিয়ার মতো দল বাংলাদেশের সাথে কেমনে খেলে বাংলাদেশের উচিত এখন ভারত ইংল্যান্ডের মতো দলের সাথে খেলে নিজেদের সেরা প্রমান করার অজিদের সাথে খেলবে বাংলাদেশের অনুর্ধ ১৯ এই সব ম্যাচ দেখে সময় নষ্ট ছাড়া আর কিছু নয়..!!
    Total Reply(0) Reply
  • Afia Mahbub Tanha ৫ আগস্ট, ২০২১, ১২:৫৪ এএম says : 0
    অভিনন্দন, তবে সৌম্য সরকারকে শুধুমাত্র জিম্বাবুয়ের বিরুদ্ধে দলে রাখা উচিত....
    Total Reply(0) Reply
  • Tafiz Uddin ৫ আগস্ট, ২০২১, ১২:৫৪ এএম says : 0
    T20 তে এতো ভালো খেলতে বাংলাদেশকে ইতিপূর্বে দেখিনি। একটা পরিপূর্ণ দল হিসাবেই অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করে যাচ্ছে। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে।
    Total Reply(0) Reply
  • Mojibur Rahman ৫ আগস্ট, ২০২১, ৯:১৭ এএম says : 0
    Try to use more technic, carefully, sincerely batting and bowling in future.all the best
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ