নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পঞ্চম দেখায় টি-টোয়েন্টিতে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। মিরপুরে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৩ রানের সে জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে নিশ্চিত। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চের মতো তারকারা নেই বলে অস্ট্রেলিয়ার এই দল ব্যাটিংয়ে অনেকটা ভঙ্গুরও। এমন অস্ট্রেলিয়া দলের বিপক্ষে বাংলাদেশ শেষ পর্যন্ত কতটা কী করতে পারবে?
মিরপুরেই গতকালই বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর আগে আরেকটা জয় নিশ্চয়ই চাইছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। রিপোর্টটি লেখা পর্যন্ত ম্যাচের ফল জানা যায়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ের নায়ক মোহাম্মদ আশরাফুলের চোখও এই ম্যাচেই। তবে এদিন বাংলাদেশ জিতে গেলে কী হতে পারে, সেটার একটা ভবিষ্যদ্বাণী করে রেখেছেন ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সেই মহাকাব্যিক জয়ের পথে সেঞ্চুরি হাঁকানো আশরাফুল। তার চোখে, জিতে গেলে বাংলাদেশ এই সিরিজও জিতে যেতে পারে। শুধু তা-ই নয়, বাংলাদেশ শেষ পর্যন্ত ৪-১ বা ৫-০ ব্যবধানেই সিরিজ জিততে পারে বলে ভবিষ্যদ্বাণী আশরাফুলের।
আশরাফুলের বিশ্লেষণে কালকের ম্যাচের কথাও উঠে এসেছে। কার্ডিফের নায়কের মতে, মিরপুরের এমন উইকেটে টস হারার ব্যাপারটা পক্ষে এসেছিল বাংলাদেশের, ‘মাহমুদউল্লাহ তো টসে জিতে বোলিং নিতে চেয়েছিল। তবে এ উইকেটে টস হারাটা পক্ষে এসেছে বাংলাদেশের। ফিল্ডিং বা বোলিং গতকাল অসাধারণ ছিল। তবে ব্যাটিংটা আরেকটু ভালো হতে পারত। আমার মনে হয়, স্কোরটা একটু কম হয়ে গেছে।’
বেশ কয়েকজন ব্যাটসম্যান শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। আশরাফুল বাংলাদেশের স্কোর বড় না হওয়ার পেছনে কারণ হিসেবে দেখছেন এগুলোকেই, ‘আমাদের অনেক ব্যাটসম্যানই থিতু হয়েছেন, তবে স্কোরটা আরেকটু বড় করতে পারেননি। শুরুতে নাঈম, এরপর সাকিব বা মাহমুদউল্লাহ; তারা কিন্তু উইকেটে থিতু হয়েছিল।’ অবশ্য একজনের ব্যাটিংয়ে বেশ মুগ্ধ হয়েছেন আশরাফুল, ‘আফিফের ব্যাটিং খুব ভালো লেগেছে। সে যেভাবে খেলেছে উইকেটে এসে! ম্যাচের পরিস্থিতি বুঝে দারুণ ব্যাটিং করেছে।’
শেষ পর্যন্ত ১৩১ রানের সম্বল নিয়েও বাংলাদেশ অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়েছে ১০৮ রানে। সেটির পেছনে বড় প্রভাবক হিসেবে আশরাফুলের চোখে উঠে এসেছে শুরুর বোলিং, ‘শুরুতেই ব্রেক থ্রু পাওয়ার পর একটা আত্মবিশ্বাস চলে এসেছিল দলের মধ্যে, সেটি কাজে লেগেছে। শুরুতে মেহেদী, নাসুমের বোলিং দারুণ ছিল। আর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ তো অনভিজ্ঞ, শুরুতে উইকেট নিতে পারলেই তাদের চাপে ফেলা যায়। আর ভাগ্যের সহায়তাও ছিল। কয়েকটা উইকেট দেখেন- অ্যাশটন অ্যাগারের হিট উইকেট, তারপর ম্যাথু ওয়েড যে রকম প্রায় ওয়াইডের মতো একটা ডেলিভারিতে ক্যাচ দিলো... তবে এসব তো দরকার পড়ে। আর টি-টোয়েন্টিতে ২৩ রানের জয় তো বড় ব্যবধানেই।’
প্রথম ম্যাচের ভুল শুধরে খেলতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধু সিরিজ জয় নয়, তাদের ধবলধোলাই করাও সম্ভব বলে মনে করেন আশরাফুল, ‘অবশ্যই সিরিজ জেতা সম্ভব। শুধু তা-ই নয়, আমার মনে হয় ৪-১ বা ৫-০ ব্যবধানেও জেতা সম্ভব। তবে এ জন্য আজকের (গতকালের) ম্যাচটা খুবই গুরুত্বপ‚র্ণ। সিরিজে সে আত্মবিশ্বাস কাজে লাগাতে পারলে ভালো ফল সম্ভব।’
আশরাফুলের ভবিষ্যদ্বাণীর সঙ্গে এতক্ষণে নিশ্চয়ই মিলিয়ে নিয়েছেন কি ঘটেছে ম্যাচের ভাগ্যে!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।