Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ২য় টি-টোয়েন্টি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২১, ৫:৩৭ পিএম | আপডেট : ৫:৪৮ পিএম, ৪ আগস্ট, ২০২১

প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয়ে উজ্জীবিত বাংলাদেশ দল। এবার লড়াই দ্বিতীয় টি-টোয়েন্টির। যেখানে টস জিতে আগে ব্যাটিং নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েড। আগের ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

ম্যাচটি হেরেছিলেন ২৩ রানের ব্যবধানে। এবার আর সেই ভুল করলেন না। বেছে নিলেন ব্যাটিং। বুধবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।

দুই দলের কেউই একাদশে কোনো পরিবর্তন আনেনি। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া খেলছে আগের ম্যাচের একাদশ নিয়েই।

বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপে, মিচেল মার্শ, ময়জেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড

মাটিতেই পা বাংলাদেশের

প্রথম ম্যাচের এই জয়ে পা মাটিতেই রাখছেন বাংলাদেশ অধিনায়ক। এবার পাখির চোখ দ্বিতীয় টি-টোয়েন্টিতে। গতকাল ম্যাচ শেষে মাহমুদউল্লাহ জানিয়েছেন, ‘আমরা এখনই সবকিছু শেষ করেছি এমন নয়, এটা মাত্র একটা ম্যাচ ছিল, আমরা জিতেছি আর এটা এখানেই শেষ। এবার দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে আছি।’

দ্বিতীয় ম্যাচেও একই কৌশল

ঘূর্ণি জাদুর সঙ্গে আঁটসাঁট ফিল্ডিংয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াবধ করেছে লাল সবুজের বাংলাদেশ। কম পুঁজি নিয়েও হার না মানা মানসিকতায় আক্রমণাত্বক ভঙ্গিতে ইনিংসের শুরু থেকে শেষ বল পর্যন্ত পরিকল্পনামাফিক বোলিং-ফিল্ডিং করে টাইগাররা পেয়েছেন সাফল্য। একের পর এক ডট বল খেলতে বাধ্য করে ম্যাচের নাটাই নিজেদের হাতে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচেও একই কৌশলে নামছে টিম বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ