Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আইপিএল নয়, বাংলাদেশ সফরেই আসতে হবে ইংলিশ ক্রিকেটারদের’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২১, ১২:৫৪ পিএম

বাংলাদেশ সফরে আসার কথা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে ভেস্তে যেতে পারে ইংলিশদের বাংলাদেশ সফর। এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান।’

করোনা থাবায় মাঝপথে স্থগিত করা হয়েছিল আইপিএলের সবশেষ আসর। আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের মাঠে গড়ানোর কথা রয়েছে বাকি অংশের। আর তা হলে আইপিএলের প্রভাব পরতে পারে বাংলাদেশ ক্রিকেটীয় সূচিতে। কারণ একই সময়ে ইংল্যান্ডকে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আথিতেয়তা দেয়ার কথা টাইগারদের।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, সফরটি এখনও স্থগিত হয়নি। দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনা চলছে।

এদিকে সোমবার রাতে নিজামউদ্দীন চৌধুরী সুজন জানান, কোনোভাবেই সফরটি বাতিল হবে না। যদি ইংল্যান্ড দল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অর্থাৎ সেপ্টেম্বরে বাংলাদেশে নাও আসে, তাহলে এটির জন্য নতুন সূচি করা হবে।

বিসিবি সিইওর ভাষ্য, ‘এখানে আসল অবস্থা হলো ইংলিশদের বাংলাদেশ সফর কোনোভাবেই বাতিল না। আমাদের সঙ্গে ইসিবির কয়েকদিন ধরেই কথা হচ্ছে। ওদের খেলোয়াড়রা ব্যস্ত সূচির ভেতরে আছে। টানা খেলা আর বায়ো বাবলে থেকে ইংলিশ ক্রিকেটাররাও ক্লান্ত।’

যদিও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এখনো অফিসিয়ালি কিছু জানায়নি। ইসিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস বেশ কিছুদিন আগে জানিয়েছিলেন, সিরিজ বাদ দিয়ে ইংলিশ ক্রিকেটারদের আইপিএলে খেলতে দেয়া হবে না। ইসিবির ঘোষণা অনুযায়ী আইপিএল নয়, বাংলাদেশ সফরেই আসতে হবে ইংলিশ ক্রিকেটারদের।

‘যদি দুই বোর্ড সমঝোতায় পৌঁছতে পারে, তাহলে একটা সুবিধাজনক সময়ে এটা নতুন সূচিতে করা হবে। যদি সেটা করা যেতে পারে, তাহলেই সফরসূচিতে বদল আসবে, অন্যথায় না। যেহেতু ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের খেলাও আছে এর মধ্যে, তাই নির্ধারিত সময়ের মধ্যে নতুন সূচি করা যায়, তাহলে হবে। অন্যথায় বদল হবে না কোনো।’

‘এখন পর্যন্ত আলোচনা ইতিবাচক দিকেই আগাচ্ছে। তাদের সফর বাতিলের কোন সম্ভাবনাই নেই। এটা নতুন সূচিতে হতে পারে। বাতিলের ব্যাপারে আমাদের কোনো চিন্তা নেই। যদি নতুন সূচি হয়, তাহলে সেরা সুনিশ্চিত তারিখসহ হবে। নয়তো যে সূচিতে আছে, সেভাবেই হবে।’



 

Show all comments
  • Tareq Sabur ৩ আগস্ট, ২০২১, ৯:৫২ পিএম says : 0
    এগুলো সব বাজে কথা। আসল কথা হলো তোমাদের হ‍্যাডাম নাই ভারতীয়দের ইচ্ছের বাইরে যাওয়ার। ক্রীতদাশ কখনো নিজে সিদ্ধান্ত নিতে পারে না।
    Total Reply(0) Reply
  • আবুলকালাম ৩ সেপ্টেম্বর, ২০২১, ৩:১৮ পিএম says : 0
    একদম ঠিক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ