মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এক মহিলা তার বোনের ছেলেমেয়েক খুন করে লাশ প্রাইভেট কারের ভনেটে নিয়ে মাসের পর মাস ঘুরে বেড়াচ্ছিলেন। ট্রাফিক আইন ভঙ করায় লাশের হদিস মিলে। গত শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মহিলার নাম নিকোল জনসন। তার বোনের ছেলেমেয়েকে খুনের বিষয়টি প্রকাশ্যে আসে নিকোলের ট্রাফিক আইন ভাঙার বিষয়টি কেন্দ্র করে। গত বুধবার ট্রাফিক আইন ভেঙে জোরে গাড়ি চালানোর জন্য পুলিশ তাকে ধরে। নিকোলের কাছে গাড়ির কাগজপত্র দেখতে চাওয়া হয়। কিন্তু তিনি সঠিক কাগজ দেখাতে পারেননি।
রাস্তায় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ কর্মকর্তা কাগজপত্র না পেয়ে নিকোলকে জানান, গাড়ি তুলে নিয়ে যাওয়া হবে। এ কথা শোনার পর কোনও আপত্তি জানাননি নিকোল। উল্টো তিনি জানান, তারা গাড়িটা নিয়ে যেতে পারেন। কেননা তিনি পাঁচ দিন বাড়িতে থাকবেন না। এর পরই নিকোল বলেন, ‘সংবাদের শিরোনামে খুব শিগগিরই আসতে চলেছি।’
পুলিশ জানিয়েছে, নিকোলের গাড়ির পেছনের ভনেট খুলতেই দুর্গন্ধ ভেসে আসে। দেখা যায় সেখানে একটি বাক্স রয়েছে। সেই বাক্সের মধ্যে হাড়, মাংস গলা একটি শিশুর দেহ। তার পাশেই আরও একটি শিশুর পচাগলা দেহ। এরপরই গ্রেফতার করা হয় নিকোলকে।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, নিকোলকে ভরসা করে ২০১৯ সালে ছেলেমেয়েকে তার কাছে রেখে গিয়েছিল বোন। গত বছরের মে মাসে ছেলেটিকে খুন করেন। তারপর তার দেহ স্যুটকেসে ভরে গাড়ির ভনেটে ঢুকিয়ে দেন। ছেলেটিকে খুন করার কয়েক দিন পর মেয়েটিকে খুন করেন তিনি।
তারপর এক বছর ধরে ওই গাড়িতেই দু’টি শিশুর লাশ নিয়ে ঘোরাফেরা করেছেন নিকোল। অবশেষে ট্রাফিক আইন ভাঙার জন্য আসল সত্যটা সামনে এসেছে। কী কারণে নিকোল বোনের ছেলেমেয়েকে খুন করেছেন তা খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। সূত্র : নিউজইউক ডটকম, দ্য বাল্টিমোর সান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।