Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের রেকর্ড গড়া সিরিজ জয়ে অভিনন্দনে ভাসছেন টাইগাররা

আবদুল মোমিন | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ৯:১৫ এএম

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে শুভেচ্ছায় ভাসছেন টাইগাররা। রেকর্ড গড়া সিরিজ জয় উপহার দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন অগণিত ক্রিকেটপ্রেমীরা। অনেকেই শামীম পাটোয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়েই ভুইসী প্রশংসা করেছেন। এছাড়া সৌম্য সরকারের দাপটীয় সূচনারও প্রশংসা করেছেন ভক্তরা।

আজকের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। মূলত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও শামীম পাটোয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়েই এই জয় সম্ভব হয়েছে।

বাংলাদেশ দলের প্রশংসা করে মোহাম্মাদ আজিজ লিখেছেন, ‘‘১৯৪ রানের টার্গেটেও বাংলাদেশ হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছে। এ থেকে বুঝা যায়, বাংলাদেশ টি২০ ক্রিকেটে অনেক উন্নতি করেছে। এর জন্য এপ্রিশিয়েট করা উচিত আমাদের। জিম্বাবুয়ে নিজেদের মাঠে অনেক শক্তিশালী প্রতিপক্ষ হলেও আমরা তাদের মাঠেই টি২০ তে সিরিজ জিতেছি। ওডিআই'তে হোয়াইট ওয়াশ করেছি।সামনে অস্ট্রেলিয়া'কে আমাদের মাঠে দবল ধোলাই করে আমরা, ক্রিকেট বিশ্বকে জানান দিবো- আমরাও টি২০ বিশ্বকাপ ট্রপি জয়ের দাবিদার।’’

জুবায়েদ মোস্তফা লিখেছেন, ‘‘যদি অদম্য সেনাপতি থাকে আর নির্ভীক সৈনিক থাকে তবে কেন যুদ্ধে হারার ভয়? যদি মনোবল দৃঢ় হয় কিনারায় এসে কেন ডুববে তরী কিংবা মেঘে মেঘে ঢাকা পড়বে সূর্য? যদি বাঘ করে গর্জন তাহলে তাকে দমানোর সাধ্য আছে কার? গর্জনে গর্জনে খুলে যায় সকল সম্ভাবনার দ্বার। সৌম্য সরকার ও শামীম পাটোয়ারী যেন জয়ের নায়ক হিসেবে আবির্ভূত হয়েছে। সৌম্য সরকারের দাপটীয় সূচনায় আশা দেখে বাংলাদেশ আর শামীম পাটোয়ারীর বিচক্ষণতা ও ব্যাটিং তান্ডবে শেষটা রাঙিয়ে নেয় টাইগাররা। অভিনন্দন বাংলাদেশ জিম্বাবুয়েকে নিজের মাটিতে ২-১ এ পরাজিত করে সিরিজ জয় নিশ্চিত করার জন্য। এই জয় সৌম্য কিংবা শামীম পাটোয়ারীর নয় এ জয় কোটি কোটি ক্রিকেটপ্রেমী বাঙালির। তবে বলতে হবে বাংলাদেশ একটা ভালো ফিনিশার পেয়েছে। শামীম পাটোয়ারীর প্রতিভা নিয়ে কোন সন্দেহ নেই।তার হাতে প্রচুর মার আছে বুঝতে পারলাম। সময়ের সাথে যেন হারিয়ে না যায় বরং নিজেকে আরো ছাড়িয়ে যাবে সেই প্রত্যাশা করি। শুভ কামনা রইলো টাইগারদের জন্য।’’

টাইগারদের প্রশংসা করে মোঃ পারভেস হোসাইন লিখেছেন, ‘‘শামীম হোসেন পাটোয়ারী অসাধারণ তার ক্রিকেটীয় শর্ট গুলো, ভবিষ্যৎ আশা করা যাচ্ছে ভালো একজন ফিনিশার হবে, এখন দেখা যাক দলকে কতদিন ভাল সার্ভিস দিতে পারে, কারণ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ার পর, কিছুদিন পর একেবারে হারিয়ে যায়।’’

গাজী মিজানুর রহমান লিখেছেন, ‘‘শামিম হোসেন পাটোয়ারী এককথায় অসাধারণ। শামিম পাটোয়ারী ও আফিফ হোসেনের মধ্যে বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি। শামিম পাটোয়ারী এর বডি ফিটনেস ও খেলার ছন্দ ওয়ার্ল্ড ক্লাসিক। সবচেয়ে বড় কথা হলো প্রেসারের সময়ও ভালো ব্যাটিং করার সামর্থ্য ও কনফিডেন্স এবং সর্বোপরি ম্যাচ জেতানোর মতো ক্রিকেটীয় শক্তিমত্তা। আরও এগিয়ে যান। সেই শুভ কামনা রইল।’’

টাইগারদের অভিনন্দন জানিয়ে রাকিবুল হাসান লিখেছেন, ‘‘দেশের বাহিরে এটাই বাংলাদেশ দলের জেতা দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। প্রথমটি ছিল ২০১৮ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে। সেবার বাংলাদেশ 2 বল হাতে থাকতে 5 উইকেটে জিতেছিল। শুধু জেতা নয়, গড়ে ছিল এক রেকর্ড! 5 উকেটে 215! এই দুই ম্যাচের মধ্যে বেশ মিল রয়েছে। দুটি ম্যাচেই বাংলাদেশ 5 উইকেটে জিতেছে। অভিনন্দন বাংলাদেশ দলকে।’’

সৈকত রাইহান শুভ লিখেছেন, ‘‘বাংলাদেশ দলগতভাবে অপ্রতিরোধ্য, চমকপ্রদ, দারুণ পারফর্মেন্স করে দেশবাসীকে সিরিজ জয় উপহার দিয়েছে!!!! অভিনন্দন বাংলাদেশ! তবে শামীম হোসেন পাটোয়ারী খুব দুর্দান্ত খেলেছে। তার স্ট্রাইকরেট ছিলো প্রশংসনীয়!! তিনি আজকের ম্যান অব দা ম্যাচের যোগ্য দাবিদার ছিলেন!’’



 

Show all comments
  • মোঃ রাশেদ হাসান লিখন ২৬ জুলাই, ২০২১, ৯:৪১ পিএম says : 0
    আমাদের ছোলেরা চাপ নিয়ে খেলে জয় ছিনিয়ে নিয়ে এসেছে ৷ তবে আমার সব চেয়ে বেশি ভাল লেগেছে প্রতিটা ওভারে কিছু কিছু শট রান নেয়া পাশাপাশি বাউন্ডারী মারা এটা ক্রিকেট খেলার সবচেয়ে বড় শিল্প হাতে পারে ৷ যে কোন ফরমেটে শট রান নেয়ার অভ্যাস গড়ে তুলতে হবে ৷ তবেই আমাদের দলকে অন্য যে কোন দল ভয় পাবে ৷
    Total Reply(0) Reply
  • মোঃ রাশেদ হাসান লিখন ২৬ জুলাই, ২০২১, ৯:৪২ পিএম says : 0
    আমাদের ছোলেরা চাপ নিয়ে খেলে জয় ছিনিয়ে নিয়ে এসেছে ৷ তবে আমার সব চেয়ে বেশি ভাল লেগেছে প্রতিটা ওভারে কিছু কিছু শট রান নেয়া পাশাপাশি বাউন্ডারী মারা এটা ক্রিকেট খেলার সবচেয়ে বড় শিল্প হাতে পারে ৷ যে কোন ফরমেটে শট রান নেয়ার অভ্যাস গড়ে তুলতে হবে ৷ তবেই আমাদের দলকে অন্য যে কোন দল ভয় পাবে ৷
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ