Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ইংল্যান্ড যাচ্ছেন ভারতের ৩ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ১২:০১ এএম

আগামী ৪ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ৫ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ শুরুর আগে ভারতের ৩ জন ক্রিকেটার ইনজুরিতে পরেন। সেই তিন ক্রিকেটারের বদলি হিসেবে ইংল্যান্ডে উড়াল দিতে যাচ্ছেন পৃথ্বী শ, সূর্যকুমার যাদব এবং জয়ন্ত যাদব।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সময় পায়ের ইনজুরিতে পরেছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান শুভমান গিল। আভেশ খান ইনজুরিতে পরেছিলেন কাউন্টি একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে। আর ওয়াশিংটন সুন্দর আঙ্গুলের ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন।
এ প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, পৃথ্বী, সুরিয়া এবং জয়ন্ত ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিতে যাচ্ছে। হতে পারে তারা শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্ট ইসরিজের মাঝ পথে উড়াল দিতে পারে অথবা টি-টোয়েন্টি সিরিজ শেষেও উড়াল দিতে পারে।’
তিনি আরো যোগ করে বলেন, ‘ইংল্যান্ডে আমাদের টেস্ট দলের তিনজন খেলোয়াড়ের বদলি হিসেবে যাচ্ছে তারা। তারা ৩টি টি-টোয়েন্টি শেষ করেই যেতে পারে কিন্তু আমরা এ ব্যাপারে আগামী তিন দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

এদিকে প্রথম টেস্ট শুরুর আগে সহ অধিনায়ক আজিঙ্কা রাহানের খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। হ্যামস্ট্রিংয়ে ইনজুরিতে ভোগা এই ব্যাটসম্যানের পরিবর্তে সূর্যকুমারকে বিবেচনা করেচে বিসিসিআই। এছাড়া লোকেশ রাহুল রাহানের পরিবর্তে ব্যাট করতে পারবে বলেও মনে করেন সেই কর্মকর্তা।

তিনি এ প্রসঙ্গে আরো যোগ করে বলেন, ‘যদি কোন কারণে রাহানে প্রথম টেস্টে খেলেত না পারে তাহলে লোকেশ রাহুলই সেই ব্যাক্তি যিনি রাহানের পরিবর্তে মিডল অর্ডারে ব্যাট করতে পারবে। টিম ম্যানজমেন্ট যথেষ্ট আত্মবিশ্বাসী যে নটিংহাম টেস্টের আগে রাহানে ফিট হয়ে উঠবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ