Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফে সভাপতির অভিনন্দন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২১, ১:৪২ এএম

জিম্বাবুয়ের মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ। রোববার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক দলকে ৩ উইকেটে হারিয়েছে টাইগাররা। তামিম-সাকিবদের এই সাফল্যে দারুণ খুশি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। সিরিজজয়ী জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এছাড়া সাকিব আল হাসানদের আরো অভিনন্দন জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি, চার সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ বাফুফের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

রোববার রাতে এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘অসাধারণ নৈপুণ্যে জিম্বাবুয়ের মাটিতে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের বিরুদ্ধে টাইগারদের এ দাপুটে জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করলো। করোনা মহামারির দুঃসময়ে নানা দুঃসংবাদের মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক এ পারফরম্যান্স নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।’

ক্রীড়া প্রতিমন্ত্রী যোগ করেন, ‘আগামী দিনেও বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ নৈপুণ্য অব্যাহত থাকবে। বাংলাদেশই আগামী দিনের ক্রিকেট বিশ্বকে নেতৃত্ব দেবে।’

পৃথক অভিনন্দন বার্তায় বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেন,‘জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিক দলর বিপক্ষে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজ জয় করায় জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড় ও কর্মকর্তাদের আমি অভিনন্দন জানাই। আমি আশা করছি সাফল্যের ধারাবাহিকতায় থেকে দেশের ক্রিকেটকে বহুদূর এগিয়ে নিয়ে যাবেন সাকিবরা।’  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ