Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিম্বাবুয়ের দল ঘোষণা, নেই উইলিয়ামস-অ্যারভিন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ৯:০৬ পিএম

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে আর মাত্র ১৭ ঘণ্টা বাকি। জিম্বাবুয়ের দল ঘোষণা না করায় ঘণ্টা চারেক আগে আশ্চর্যের কথা জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। তবে তামিমের ভার্চুয়াল সংবাদ সম্মেলনের ৪ ঘণ্টা পরই দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে তাঁরা। যেখানে টাইগারদের বিপক্ষে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেলর। টেস্ট স্কোয়াডে থাকলেও টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হয়নি নেই শন উইলিয়ামস ও ক্রেইগ অ্যারভিনের।

পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হওয়ায় এবং তাদের সংস্পর্শে আসায় দুই অভিজ্ঞ ক্রিকেটারকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছিল জিম্বাবুয়ে। সেই ঘটনার প্রায় ১০ দিন পেরিয়ে গেলেও তাঁদের পরবর্তী কোন আপডেট পাওয়া যায়নি। দেখা যায়নি হারারের টিম হোটেলেও।

তাতে অনুমেয়ভাবে তাদের দুজনকে রাখা হয়নি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে। তবে দলে রয়েছেন বেশ কিছুদিন ধরে ইনজুরির সঙ্গে লড়াই করা সিকান্দার রাজা। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন অস্ত্রোপচার করিয়েছিলেন রাজা।

সেটি থেকে সেরে ওঠায় অনুমেয়ভাবেই তাঁকে দলে রাখা হয়েছে। ইনজুরি থেকে সেরে ওঠা রায়ান বার্ল ও টেন্ডাই চাতারাও দলে রয়েছেন। এ ছাড়া জিম্বাবুয়ের হয়ে সর্বশেষ ২০১৬ সালে ওয়ানডে খেলা লুক জঙ্গেকে দলে ফিরিয়েছে জিম্বাবুয়ে।

১৬ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৮ ও ২০ জুলাই। সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত।

জিম্বাবুয়ের স্কোয়াড : ব্রেন্ডন টেলর (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গে, তিনাশে কামুনহুকাম্বে, উসলে ম্যাডভেরে, টিমাইসেন মারুমা, তাডিওয়ানসে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা এবং ডোনাল্ড ত্রিপানো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ