নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইংল্যান্ড সফরে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার। করোনা আক্রান্ত দুই সদস্যের মধ্যে একজন ঋষভ পন্ত। তাকে তার এক আত্মীয়ের বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
একটি সূত্রে জানা যায়, একজন ক্রিকেটারের প্রথমে গলায় ব্যথা হয়। তারপর তার করোনা টেস্টে পজিটিভ আসে। ওই ক্রিকেটারের সংস্পর্শে আসা আরও কয়েকজন ক্রিকেটার এবং টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদেরও তিন দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হয়। আরেকজনের নাম জানা যায়নি।
ওই সূত্রটি জানায়, একজন ক্রিকেটার সেরে উঠলেও এখনও অসুস্থ আরও এক ক্রিকেটার। তবে তিনি আশাবাদী, দ্রুত সুস্থ হয়ে দলে ফিরতে পারবেন।
টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, ক্রিকেটারদের নিয়মিত করোনা পরীক্ষা করা হচ্ছে। বাকি সবাই সুস্থ আছেন।
উল্লেখ্য, ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট শুরু হচ্ছে আগামী ৪ অগাস্ট থেকে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ভারতীয় টিমের সদস্যদের লিখিতভাবে জানিয়েছিলেন, তারা যেন সতর্ক থাকেন। যুক্তরাজ্যে করোনা বাড়ছে। তাই তারা যেন ভিড়ের জায়গায় না যান। যাবতীয় সতর্কতা নেন। বিশেষ করে তাদের উইম্বলডন ও ইউরো কাপ দেখতে স্টেডিয়ামে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন জয় শাহ। তারপরেও দুইজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেন। তিনি ডেল্টা ভাইরাসের কবলে পড়েছেন বলে জানা গেছে। সূত্র : ডয়েচে ভেলে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।