Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসোলেশন শেষে টি-টোয়েন্টি দলে মরগ্যানরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২১, ১২:০০ এএম

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। শ্রীলঙ্কা সিরিজ শেষে করোনার হানায় সেল্ফ আইসোলেশনে যাওয়া ৮ ক্রিকেটারসহ নেতৃত্বে ফিরেছেন এউইন মরগ্যান। নিয়মিত দলের ক্রিকেটারদের অনুপস্থিতিতে ওয়ানডে দলে জায়গা পেয়ে পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন সাকিব মাহমুদ ও লুইস গ্রেগরি। তারাও ডাক পেয়েছেন টি-টোয়েন্টি দলে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে তিন ক্রিকেটারসহ ৭ জনের করোনা হওয়ায় নিয়মিত দলের ১৬ ক্রিকেটারের প্রত্যেকে আইসোলেশনে যান। তাতে ১৮ জনের পুনঃসংশোধিত দল ঘোষণা করে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য। বেন স্টোকসের নেতৃত্বে এই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। ১৩.৬৬ গড়ে তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় সাকিব। গত বছরের সেপ্টেম্বরের পর প্রথম টি-টোয়েন্টি খেলার অপেক্ষায় এই পেসার।
তিন ম্যাচে রান ও উইকেট নিয়ে দারুণ প্রভাব রাখেন গ্রেগরি। লর্ডসে দ্বিতীয় ম্যাচে হন সেরা খেলোয়াড়। এজবাস্টনে দলীয় রেকর্ড ৩৩২ রান তাড়া করে সফল হতে তার ৬৯ বলে ৭৭ রান ছিল গুরুত্বপূর্ণ। তিনিও গত মৌসুমের পর টি-টোয়েন্টি খেলেননি।
পায়ের চোটে শ্রীলঙ্কা সিরিজে অনুপস্থিত ইংল্যান্ডের সহঅধিনায়ক জস বাটলার ফিরেছেন। তবে জায়গা হয়নি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া স্টোকসের। আগামী ১৮ জুলাই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ইংল্যান্ড দল : এউইন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জেক বল, টম ব্যান্টন, জস বাটলার, টম কারান, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয় ও ডেভিড উইলি।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ