নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রায় দেড় বছর পর টেস্ট ক্রিকেটে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়েকে লাল-সবুজের প্রতিনিধিরা হারিয়ে দিল ২২০ রানের বড় ব্যবধানে। ২০২০ সালের লাল বল ক্রিকেটে এই প্রথম জয়ের দেখা পেল টাইগাররা।
মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের দুরন্ত বোলিংয়ে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ২৫৬ রানে ।
পঞ্চম ও শেষ দিনে বল হাতে ছোবল মেরেছেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। দুজনেই শিকার করেছেন চারটি করে উইকেট।
চতুর্থ দিন একটি উইকেট নিয়েছিলেন মিরাজ, তাসকিন ও সাকিব আল হাসান। ব্রেন্ডন টেলরের ৯২ রানের দাপুটে ইনিংসের সঙ্গে ৫২ রান করেন ডোনাল্ড তিরিপানো। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৪০ পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে স্বাগতিক জিম্বাবুয়ে।
সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত’র সেঞ্চুরিতে এক উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুমিনুলের দল লিড নেয় ৪৭৬ রানের। টাইগারদের একমাত্র উইকেটি নেন রিচার্ড এনাগারাভা।
১২৬ ওভারে ১০ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৪৬৮ রানের পুঁজি গড়ে টাইগাররা। জবাবে প্রথম ইনিংসে ২৭৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।