Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেড় বছর পর টেস্ট জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ৮:১৫ পিএম

প্রায় দেড় বছর পর টেস্ট ক্রিকেটে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়েকে লাল-সবুজের প্রতিনিধিরা হারিয়ে দিল ২২০ রানের বড় ব্যবধানে। ২০২০ সালের লাল বল ক্রিকেটে এই প্রথম জয়ের দেখা পেল টাইগাররা।

মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের দুরন্ত বোলিংয়ে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ২৫৬ রানে ।

পঞ্চম ও শেষ দিনে বল হাতে ছোবল মেরেছেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। দুজনেই শিকার করেছেন চারটি করে উইকেট।

চতুর্থ দিন একটি উইকেট নিয়েছিলেন মিরাজ, তাসকিন ও সাকিব আল হাসান। ব্রেন্ডন টেলরের ৯২ রানের দাপুটে ইনিংসের সঙ্গে ৫২ রান করেন ডোনাল্ড তিরিপানো। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৪০ পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে স্বাগতিক জিম্বাবুয়ে।

সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত’র সেঞ্চুরিতে এক উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুমিনুলের দল লিড নেয় ৪৭৬ রানের। টাইগারদের একমাত্র উইকেটি নেন রিচার্ড এনাগারাভা।

১২৬ ওভারে ১০ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৪৬৮ রানের পুঁজি গড়ে টাইগাররা। জবাবে প্রথম ইনিংসে ২৭৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ১১ জুলাই, ২০২১, ১১:৪৮ পিএম says : 0
    আমাদেরমাঝে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাছান আছেন। অভিজ্ঞ মাহামুল্লাহ মিরাজ নতুন ষ্টিট ষ্টার ঢাকা তাসকিন টিম বাংলাদেশের বিজয়ের অনুপ্রেরণা ঐক্যবদ্ধ বাংলাদেশ হারারে টেষ্টে শক্তিশালী দাপুটে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে। অভিনন্দন বাংলা মায়ের গর্বিত সন্তানদের অভিনন্দন কোচও কর্মকর্তাদের অভিনন্দন ক্রিকেট বোর্ডকে। ভয়াবহ মহামারী ও অদৃশ্য ভাইরাসের সময় টুনামেন্ট আন্তর্জাতিক পরিমনডলে যোগ্য ক্রিকেট শক্তিশালী ক্রিকেট টিম বাংলাদেশের পরিচিতি গর্বের ক্রিকেটে টেষ্ট অত্যন্ত মর্যাদাবান ক্রিকেট পাছদিনের যুদ্ধ এই যুদ্ধ আমাদের বলেট ট্রেন তাসকিনের নাচের দৃশ্য পৃথিবীর ক্রিকেট অনুরাগী মানুষের আনন্দ দিয়েছেন। অবশ্যই জরিমানা গুনতে হয়েছে এটি ক্রিকেট। আবার মাহামুদল্লাহ রিয়াদ অভিমানে অবহেলা উপযুক্ত সম্মান মর্যাদা দীর্ঘদিনের ক্ষোভের প্রতিবাদে সাদা পোশাকের মাঠ হতে অবসর নিয়েছে দুঃখ জনক।মাশরাফি ক্রিকেট বোর্ডের আচরণে ক্ষোভ জানিয়ে ছিলেন। বোর্ডের পরিচালক আকরাম খান বলেন সাকিব টেষ্ট খেলতে চায়না। আর সাকিব বলেন আমার লিখা পড়ে ও দেখেননি এই পরিস্থিতি সুযোগে সাকিবের বিরুদ্ধে অপপ্রচার কম ছিলনা। এই সাকিব আল হাছান যদি টেষ্টে না থাকতেন বাংলাদেশের বিজয়ী কতটুকু সম্ভব হতো???????।ক্রিকেট অনুরাগীরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক গুলো সিদ্ধান্তে দায়িত্বশীলতার পরিচয় দিতে চরমভাবে ব‍্যর্থ। সাকিব তামিম মুশফিক মাহামুদুল্লাহ এরা অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটের গ্রহনো যুগ্মতায় এরাই টেষ্টে অধিনায়কের মত মর্যাদাবান স্থানের দাবীদার। মুমিনুল কে অধিনায়কের মত দায়িত্বশীল পথ দিলেন ঠিক। আমরা ক্রিকেট মাঠে সাকিবের মাঠের অধিনায়কত্ব। উপভোগ করেছি। মুমিনুল অবশ‍্যই যোগ্য ক্রিকেটার। কিন্তু সাকিব তামিম মুশফিক মাহামুল্লার সিনিয়র ক্রিকেট খেলোয়াদের নিকট মানানসই নয়।এটি হয়েছে ক্রিকেট বোর্ডের পাপন চাচা কিছু পরিচালকের কারণে। ক্ষোভ বাড়ছে সাকিব আল হাছান ও মাহামুদুল্লাহর মতোই ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারেন। সত্যিকার অর্থ সাকিব আল হাছান বাংলাদেশের ক্রিকেটের বিশ্ব ক্রিকেটের সম্পদ। তাকে উপযুক্ত সম্মান মর্যাদা দিন।ঐক্যবদ্ধ টিক বাংলাদেশ আমাদের চাওয়া। টেষ্ট অধিনায়ক সিনিয়র ক্রিকেটার হবে ওয়ানডে টি টোয়েন্টি ক্রিকেট উপযুক্ত অধিনায়ক নির্বাচন করুন। ওখানেই অনেক মন্ত্র যাদুশক্তি কৌশল লুকিয়ে আছে। পাপন চাচাতো ক্রিকেট খেলেনী বুঝতে কষ্ট হবে। আকরাম খান সহ ক্রিকেট অপারেশন কমিটি নির্বাচক সিনিয়র ক্রিকেটারদের মতামতের মাধ্যম টিম বাংলাদেশ সাজান। আজকের মাহাদুল্লাহ রিয়াদের ঘটনা একদিনের নয়। অবহেলা অপমান অবজ্ঞা দীর্ঘদিনের ক্ষোভের প্রতিবাদের অংশ মাত্র। দেশে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে খারাপ দৃষ্টান্ত সৃষ্টি হলো। দিন শেষে আমরা সবাই বাংলাদেশ ক্রিকেটের ভক্ত অনুরাগী আমার লিখা ক্রিকেটের স্বার্থে। বাংলাদেশ ক্রিকেটের অত্যন্ত শক্তিশালী বোর্ড বিশালাকার অর্থের মালিক ক্রিকেট বিশ্বে মাঝে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী অনুপ্রেরণা ক্রিকেট খেলোয়াদের ভালবাসেন। ক্রিকেট জন্যে বিরাট সম্মান মর্যাদার এগিয়ে যাবে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে। আবারও বিজয়ী বীর অভিনন্দন লাল গোলাপের সুভেচ্ছা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ