Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলবে পাকিস্তান, লর্ডসে দর্শকে পূর্ণ থাকবে গ্যালারি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ১০:৪৫ এএম

অবশেষে প্রায় ২ বছর পর নিজেদের ঘরের মাঠে পূর্ণ গ্যালারির সামনে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছে ইংলিশরা। করোনা মহামারির কারণে ইংল্যান্ডে শুরুতে দর্শকশূন্য গ্যালারিতে খেলার আয়োজন করা হয়েছে। পরে দেশটির করোনা পরিস্থিতির ক্রমেই উন্নতি ঘটায় মাঠে স্বল্প পরিসরে দর্শক ফেরানো হয়েছে।

জানা যায়, পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে লর্ডসে। সেখানে দর্শকে পরিপূর্ণ গ্যালারি রাখা অনুমতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির সরকার আরো আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে, আগামী ১৯ জুলাইয়ের মধ্যে করোনাভাইরাসের সকল নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে। এরই অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজ ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে পরীক্ষামূলকভাবে মাঠে দর্শক ফেরানো হচ্ছে।

মাঠে বসে খেলা দেখার জন্য কিছু নিয়ম বেধে দেওয়া হয়েছে। যাদের বয়স ১১ বছরের বেশি, করোনা টিকার পূর্ণ ডোজ নিয়েছেন এবং গত ছয় মাসের মধ্যে পিসিআর টেস্টে স্বাভাবিক ইমিউনিটির সার্টিফিকেট রয়েছে- তারাই মাঠে বসে খেলা দেখতে পারবেন। গ্যালারিতে সামাজিক দূরত্ব মেনে বসতে হবে না। তবে মাস্ক পরতে উৎসাহিত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ