Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

পিএসএলে দল কিনতে চান শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ৭:১৭ পিএম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের প্রথম চার আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল লাহোর কালান্দার্স। তবে নেতৃত্বে বদল আনার পর পঞ্চম মৌসুমে ফাইনালে খেলার স্বাদ পায় দলটি। কিন্তু গেল মৌসুমে করাচি কিংসের কাছে ৫ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া হয় সোহেল আখতারের দলের।

এবারের আসরেও ছিটকে গেছে গ্রুপ পর্ব থেকে। লাহোরের এমন অবস্থার জন্য দলটির মালিকপক্ষের খামখেয়ালিপনাকে দায়ী করার সঙ্গে দলটি বেচে দেয়ার পরামর্শ দিয়েছেন শোয়েব আখতার। সেই সঙ্গে দলটি কিনে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক এই পেসার।

লাহোর ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় রয়েছেন পাকিস্তানের ব্যবসায়ী ফাওয়াদ রানা। দলটিতে রশিদ খান, ফখর জামান, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজের মতো তারকা ক্রিকেটার থাকার পরও সাফল্য পাচ্ছে না তাঁরা।

দলটি কিনে নিয়ে ‘লাহোর এক্সপ্রেস’ নামকরণ করতে চান শোয়েব। সেই সঙ্গে দলটির ম্যানেজমেন্টেও পরিবর্তন করার কথা জানিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত সাবেক এই পেসার। ইতোমধ্যে দলটি কেনার জন্য বর্তমান মালিক ফাওয়াদকে প্রস্তাব দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে শোয়েব বলেন, ‘আমি রানা ভাইদের বলেছি যে তোমরা আমার কাছে দলটা বিক্রি করে দাও। এটিকে আমি লাহোর এক্সপ্রেস নামকরণ করব এবং ম্যানেজমেন্টে পরিবর্তন আনব। এই মালিকপক্ষ এবং ম্যানেজমেন্ট ক্রিকেটকে গুরুত্ব সহকারে নিচ্ছে না। তারা লাহোর ব্র্যান্ডকে অপচয় করছে।’

পিএসএলের এবারের মৌসুমেও গ্রুপ পর্ব টপকাতে পারেনি লাহোর। যেখানে ১০ ম্যাচে পাঁচ জয় পেয়েছে দলটি। করাচির সমান ১০ পয়েন্ট হলেও রান রেটের কারণে প্লে অফে উঠতে পারেনি লাহোর। পঞ্চমবারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো দলটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ