নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের মূল পরিচিতি ফুটবল ক্লাব হলেও তারা সহসা ক্রিকেটেও আসছে। গতকাল দুপুরে শেখ রাসেলের পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ক্লাবের সদ্য বিদায়ী চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর এ তথ্য জানান। তিনি বলেন, ‘ফুটবলের পাশাপাশি শেখ রাসেল ক্রীড়া চক্র ক্রিকেটেও আসবে। আমরা ক্রিকেটের জন্য প্রস্তুতি নিয়েছিলাম তিন চার মাস আগে। কিন্তু করোনাভাইরাসের জন্য বিলম্ব হয়েছে। যেহেতু আমরা ঘোষণা দিয়েছি অবশ্যই ক্রিকেটে আসবে শেখ রাসেল।’
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশে প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ ২০১২-১৩ মৌসুমে ট্রেবল জিতেছিল শেখ রাসেল। শক্তিশালী দল গড়েও এরপর আর কোনো শিরোপার দেখা পায়নি তারা। এবারের বিপিএলে শিরোপা জয়ের ব্যাপারে সায়েম সোবহান বলেন, ‘ইনশাল্লাহ ফুটবলেও ভালো দল হবে। ফুটবল এমন খেলা যে কেউ যে কোনো দিন জিততে পারে।’
মাত্র ক’বছর হলো বসুন্ধরা কিংস ঘরোয়া ফুটবলে যাত্রা শুরু করেছে। এরই মধ্যে তারা স্পোর্টস কমপ্লেক্স করছে। দেশের ফুটবলাঙ্গনে শেখ রাসেলের পথচলা দুই যুগেরও বেশি। তাদের পরিকল্পনায়ও রয়েছে স্পোর্টস একাডেমী জানান সায়েম সোবহান। তার কথায়, ‘আমাদেরও পরিকল্পনায় ছিল একটি একাডেমী করার। আমরা যখনই কাজ শুরু করতে গিয়েছিলাম তখনই করোনার জন্য থমকে গেছে। করোনার জন্য আমরা মিটিং ও এক সঙ্গে না হতে পারায় হয়নি। সামনে অবশ্যই হবে।’
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। কিন্তু বাংলাদেশে বর্তমানে খেলাটি কিছুটা অবহেলিত। ফুটবল উন্নয়নে কাজ করার অনেক জায়গা রয়েছে বলেই মনে করেন সায়েম সোবহান আনভীর। এজন্য তিনি বড় ক্লাব ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন, ‘দুনিয়ার সবচেয়ে বড় স্পোর্টস ক্রিকেট না কিন্তু ফুটবল। বাংলাদেশে ফুটবলটা কেন জানি অবহেলিত। ফুটবলের উন্নয়নে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমরা বসুন্ধরা গ্রুপ স্পোর্টস কমপ্লেক্স করেছি। আরো অনেক বড় বড় গ্রুপ যদি একাডেমী করে তাহলে দেশের স্পোর্টসের উন্নয়ন হবে।’
এদিকে বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের পরিচালনা পর্ষদের নির্বাচনে চমক দিয়েছেন ভোটাররা। কাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ক্লাবের বহুল কাঙ্খিত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয় ভোটগ্রহণ। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে ৩০টি পরিচালক পদে প্রতিদ্বন্ধিতা করেন ৬০ জন। ৯৮ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮৮ জন। প্রত্যেক ভোটারকে ৩০ পরিচালক পদেই ভোট দেয়া বাধ্যতামূলক ছিল। ত্রিশটি পদের সবাইকে ভোট না দেয়ায় চারটি ব্যালট বাতিল হয়। ফলে ৮৪ টি ভোট বৈধ হয়েছে। নির্বাচনে ৩০ জন পরিচালক পদে জয়লাভ করেছেন। বৈধ ভোটের ৮৪টিই পয়েছেন মাত্র তিনজন। এরা হলেন- সদ্য বিদায়ী চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর, নঈম নিজাম ও ইমদাদুল হক মিলন। গণমাধ্যমের দুই পরিচিত মুখ নঈম ও মিলন এবারই প্রথম দেশের শীর্ষ ক্লাবের পরিচালক নির্বাচিত হয়ে চমক দেখালেন।
নতুন নির্বাচিত পরিচালনা পর্ষদ সভা করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালক ক্রীড়া, অর্থ ও প্রশাসন মনোনীত করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।