Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্যাট্রিয়টসে ফিরলেন গেইস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০২১, ২:৫৮ পিএম

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) গত টুর্নামেন্টে দর্শক হয়েছিলেন ক্রিস গেইল। মাঝে এক আসর বিরতি দিয়ে এ হার্ড-হিটার ব্যাটসম্যান আবার ফিরলেন ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে। নাম লেখালেন নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজি সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসে। টুইটারে খবরটি নিশ্চিত করেছে সিপিএল কর্তৃপক্ষ।

শুরুতে জ্যামাইকা তালাওয়াসের হয়ে চার আসর খেলেন ‘মিস্টার ইউনিভার্স’ ক্রিস গেইল। এনে দেন দুটি শিরোপা। এরপর পাড়ি জমান সেন্ট কিটস এন্ড নেভিসে প্যাট্রিয়টসে। ২০১৭ সালে নেভিসকে ফাইনালেও তুলেন গেইল। দুই মৌসুম নেভিসে খেলে ভালোবাসার টানে ফিরে যান ঘরের দল জ্যামাইকাতেই।

ফিরেই ২০১৯ আসরের দ্বিতীয় ম্যাচেই শতকের দেখা পেয়েছিলেন গেইল। কিন্তু পরে আর ব্যাটিং ফর্মটা ধরে রাখতে পারেননি। যে কারণে ১০ ইনিংসে জ্যামাইকাকে দেন ২৪৩ রান। তারওপর দল টুর্নামেন্ট শেষ করে পয়েন্ট তালিকার তলানি থেকে। এজন্য গেইলকে ছেড়ে দেয় জ্যামাইকা। আর এজন্য তিনি দায়ী করেন সাবেক সতীর্থ ও ফ্র্যাঞ্চাইজটির সাবেক কোচ রামনারেশ সারওয়ানকে। এ নিয়ে কথার লড়াইয়ে নেমে কম জল ঘোলা করেননি দুজনে।

এই সুযোগে সেন্ট লুসিয়া জোকস দলে টানে গেইলকে। কিন্তু শেষ পর্যন্ত ২০২০ আসরে মাঠে নামেননি গেইল। ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। এবার ফিরলেন সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসে।

২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে এ বছরের সিপিএল। ফাইনাল দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ১৯ সেপ্টেম্বর। পুরো টুর্নামেন্টটি বসবে সেন্ট কিটস এন্ড নেভিসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ