Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এজবাস্টন টেস্ট দিয়ে ফিরছে দর্শক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ১২:০০ এএম

কাউন্টি চ্যাম্পিয়নশিপের পর এবার ইংল্যান্ডে আন্তর্জাতিক ম্যাচেও ফিরতে যাচ্ছে দর্শক। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দেওয়া হবে দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি। এজবাস্টনে হতে যাওয়া ম্যাচটিতে প্রতিদিন প্রায় ১৮ হাজার দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পেতে যাচ্ছেন। এই উদ্যোগ যুক্তরাজ্য সরকারের একটি গবেষণা প্রকল্পের অংশ। স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ম‚ল উদ্দেশ্য, স্টেডিয়ামে ঘোরাঘুরির সময় প্রোটোকল, সামাজিক দ‚রত্ব ও মুখ ঢাকার বিষয়টি পর্যবেক্ষণ করা। একই সঙ্গে বড় এই সমাবেশের ঝুঁকি কতটা, তা দেখা।
দেশটির সরকারের বিধিনিষেধ অনুযায়ী, যারা ম্যাচের টিকেট পাবেন তাদের অবশ্যই কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। তাদের পরীক্ষা করাতে হবে মাঠে প্রবেশের আগের ২৪ ঘণ্টার মধ্যে। এই কর্মস‚চিতে অংশ নিতে তাদের সম্মতিপত্রও জমা দিতে হবে এবং তাদের বয়স হতে হবে অন্তত ১৬। স্টেডিয়ামে প্রবেশের জন্য সারিবদ্ধভাবে সামাজিক দ‚রত্ব বজায় রাখতে হবে। প্রবেশের পর হসপিটালিটি এলাকা ছাড়া অন্য কোথাও সামাজিক দ‚রত্ব প্রয়োজনীয় নয়। বসে থাকার সময় কিংবা খাওয়া ও পানি পানের সময় মুখ ঢাকা আবশ্যক নয়। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও দেশটির জনস্বাস্থ্য বিভাগের মিলিত সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন জানিয়েছে, এই উদ্যোগকে তারা সাদরে গ্রহণ করেছেন, ‘মাঠে দর্শক ফেরানো খেলাটির জন্য ও সমর্থকদের জন্য বেশ গুরুত্বপ‚র্ণ। বহু মানুষের জীবনে ক্রিকেট কত বড় ভ‚মিকা পালন করে, গত ১৫ মাস তা আমাদের দেখিয়েছে। আগামী মাসগুলোতে স্টেডিয়ামে ফেরা প্রচুর ভক্তদের স্বাগত জানাতে তর সইছে না আমাদের।’ আগামী ২ জুন লর্ডস টেস্ট দিয়ে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের দুই ম্যাচের সিরিজটি। এজবাস্টনে শেষ টেস্ট শুরু ১০ জুন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ