Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ আফ্রিকার ৫ নারী ক্রিকেটারের করোনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

বাংলাদেশ সফররত দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং ক্রিকেট দল বর্তমানে সিলেট অবস্থান করছে। এই দলের পাঁচ ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। গতপরশু রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় এই পাঁচ ক্রিকেটারের করোনা শনাক্ত হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ড. হিমাংশু লাল রায়। আক্রান্তরা হলেন- লিয়া জনস, সিনালো জাফটা, লেটসালো, নবোলুমকো বেনেতি ও রবেইন সিয়ারলে।
হিমাংশু জানান, দক্ষিণ আফ্রিকার পাঁচ নারী ক্রিকেটারসহ সোমবার ওসমানীর ল্যাবে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৯ জন রয়েছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং নারী দলের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল প্রোটিয়া মেয়েরা। তবে করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় সিরিজের শেষ ম্যাচটি বাতিল করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ