Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিবকে কিংবদন্তি আখ্যা হরভজনের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

অলরাউন্ডার সাকিব আল হাসানকে বাংলাদেশের একজন কিংবদন্তি ক্রিকেটার হিসেবে আখ্যায়িত করেছেন ভারতের কিংবদন্তিতুল্য স্পিনার হরভজন সিং। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরে দুইজনই এক দলের হয়ে খেলছেন। ভারতের বিশ্বকাপজয়ী স্পিনার হরভজন জানান, সাকিবের সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করে উপভোগ করছেন তিনি। ভবিষ্যতেও সাকিব বাংলাদেশ ও আইপিএল দলের হয়ে তার দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রাখবেন, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন হরভজন। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাকিব একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। তার দেশের হয়ে সে অনেক ভালো করেছে। আইপিএলে যে দলের হয়েই খেলেছে সেখানেও ভালো করেছে।’
সাকিব ও হরভজন এবারই প্রথম এক দলের হয়ে খেলছেন। কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচের একাদশে ছিলেন দুইজনই। সাকিবের সঙ্গ যে উপভোগ করছেন, তা স্পষ্ট হরভজনের কথাতেই। তিনি বলেন, ‘বাংলাদেশের এমন একজন কিংবদন্তির সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারা সত্যিই আনন্দের। তার মত একজন দারুণ মানুষের সাথে থাকা সবসময়ই উপভোগ্য। আমি আশা রাখব, শুধু আইপিএলই নয়, ভবিষ্যতে নিজের দেশের হয়েও সে ভালো করবে।’

 



 

Show all comments
  • Ikramul Sheikh ১৪ এপ্রিল, ২০২১, ১:৫৯ এএম says : 0
    সাকিবের মতো ক্রিকেটার ১০০ বছর পর আবার আসবে। আমরা গর্বিত সাকিবের মতো ক্রিকেটার পেয়ে। শুভ কামনা সাকিবের জন্য।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ