Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অদ্ভুতুড়ে নিয়মে হারের হতাশা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ১২:০১ এএম

৭ ওভারে দলীয় সংগ্রহ ১ উইকেটে ৭৬ রান। পরের ৬৪ বলে দরকার আরও ৯৫ রান। হাতে ৯ উইকেট। ঝড় তুলে জয়ের সম্ভাবনা তৈরীও করেছিলেন সৌম্য সরকার। তবে বাকিদের ব্যর্থতায় তা দ্রুত মিলিয়ে যাওয়ায় নিউজিল্যান্ডের কাছে হারই মানতে হলো বাংলাদেশকে। গতকাল নেপিয়ারে বৃষ্টিবিঘিœত দ্বিতীয় ম্যাচটি ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন মেথডে কিউইদের জয় ২৮ রানের। ওয়ানডেতে হোয়াটওয়াশের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হার নিশ্চিত হয়েছে মাহমুদউল্লাহর দলের। হ্যামিল্টনে প্রথম ম্যাচে ৬৬ রানের জয় পেয়েছিল তারা।
ম্যাকলিন পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান তোলে নিউজিল্যান্ড। এরপর নামে দ্বিতীয় দফার বৃষ্টি। তাদের ইনিংসে ১২.২ ওভারের পর নেমেছিল প্রথম দফা বৃষ্টি। কিউইদের বড় সংগ্রহে ৩১ বলে সর্বোচ্চ ৫৮ রান আসে গেøন ফিলিপসের ব্যাট থেকে। তার সঙ্গী মিচেল মাত্র ১৬ বলেই করেন ৩৪ রান। তাদের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে আসে মাত্র ২৭ বলে ৬২ রান! বাংলাদেশের লক্ষ্য তাড়ায় হয় গোলমাল। ১৬ ওভারে ডি/এল মেথডে ১৪৮ রান তাড়া করতে হবে জেনে মাঠে নামে টাইগাররা। কিন্তু ১.৪ ওভারের পর আচমকা খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। এরপর বাংলাদেশকে দেওয়া হয় ১৭১ রানের নতুন লক্ষ্য। ওই ১৬ ওভারেই!
লক্ষ্য বদলের নাটকীয়তার পর কঠিন চ্যালেঞ্জে নেমে সৌম্যর ঝড়ে কিছুটা আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে এই বাঁহাতি ২৭ বলে ৫১ করে আউট হওয়ার পর লড়াই থেকে ছিটকে যায় তারা। ওপেনার নাঈম শেখের (৩৫ বলে ৩৮) মন্থর ব্যাটিংয়ের পর প্রত্যাশা প‚রণ করতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ-আফিফ হোসেনরা। অধিনায়কের ১২ বলে ২১ রানের ক্যামিওতেও শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৪২ রান তোলে সফরকারীরা।
এর আগে টস জিতে মেঘলা আকাশের নিচে নিউজিল্যান্ডকে ব্যাট করতে দিয়ে চাপেও ফেলেছিল বাংলাদেশ। ৫৫ রানে তুলে নিয়েছিল ৩ উইকেট। কিন্তু গেøন ফিলিপসের ৩১ বলে ৫৮ আর ড্যারেল মিচেলের ১৬ বলে ৩৪ রানে বড় পুঁজি পেয়ে যায় কিউইরা। কিন্তু হারের বৃত্ত থেকে এবার বেরুতে দেয়নি অদ্ভুতুড়ে নিয়মের বেড়াজাল।
এমন অদ্ভুতুড়ে কাÐে তীব্র হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘আমি এমন কোনো ম্যাচে আগে কখনো যুক্ত থাকিনি, যেখানে ব্যাটাররা নেমে গিয়েছে, অথচ তারা জানে না ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে লক্ষ্য কত। কেউই জানত না ৫ ওভার শেষে আমাদের কত দরকার কিংবা ৬ ওভারে শেষে কত দরকার (বৃষ্টিতে আবার ৫/৬ ওভারে খেলা বন্ধ হলে)। আমার মনে হয়, বিষয়টির সুরাহা হওয়া না পর্যন্ত খেলা শুরু করা উচিত হয়নি।’
ডমিঙ্গো যোগ করেন, ‘আমাদের কাছে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা হলো, সাধারণত ইনিংস শুরুর এক-দুই বলের মধ্যে তারা লক্ষ্য নির্ধারণ করে ফেলে। কিন্তু তা ঘটেনি। দেখুন, এসব ক্ষেত্রে অজুহাত দেওয়ার কিছু নেই। কিন্তু বিষয়টা আমাদের জন্য খুবই হতাশাজনক। তারা হিসাবনিকাশ শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিল। কিন্তু বাংলাদেশের ব্যাটিং শুরু তারা বিলম্বিত করতে পারেনি। ওভার কাটাসহ নানা কারণ জড়িত ছিল। এটা খুবই হতাশাজনক।’
তবে এতটা হতাশা না প্রকাশ করে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ অবশ্য পরে জানালেন, এই ম্যাচের ইতিবাচক দিক হলো তাদের ব্যাটিং, ‘আমি মনে করি, শুরুতে কিছুটা বিভ্রান্তি ছিল। কারণ, ডি/এল স্কোর কত, তা আমরা জানতাম না। স্কোরবোর্ডে ক্রমাগত এটা পরিবর্তিত হচ্ছিল। এ ধরনের ঘটনা ঘটতে পারে। প্রথম পাঁচ ওভারে আমরা সঠিক পথে ছিলাম। কিন্তু আমরা শেষ করতে পারিনি। সৌম্য-নাঈম দারুণ ব্যাটিং করেছে। যে বলগুলো আমরা মিস করেছি, সেগুলো আমাদের কাজে লাগানো উচিত ছিল।’
তিনি যোগ করেছেন, পরের ম্যাচে ভালো কিছু করে দেখাতে চান তারা, ‘টি-টোয়েন্টিতে আপনার শুরুটা মাঝে মাঝে ভালো হয়। আবার মাঝে মাঝে ভালো হয় না। কিন্তু ব্যাটিং-বোলিং যা-ই হোক না কেন, আপনাকে ভালোভাবে শেষ করতে হবে। এই ম্যাচে ব্যাটিং ইউনিট হিসেবে কিছু ইতিবাচক দিক আমরা দেখতে পারি এবং পরের ম্যাচে শক্তিশালী হয়ে ফিরে আসতে পারি।’
আগামীকাল সিরিজ ও সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে অকল্যান্ডের ইডেন পার্কে।
সংক্ষিপ্ত স্কোর : টস, বাংলাদেশ
নিউজিল্যান্ড : ১৭.৫ ওভারে ১৭৩/৫ (ডি/এল) (গাপটিল ২১, অ্যালেন ১৭, কনওয়ে ১৫, ইয়াং ১৪, ফিলিপস ৫৮*, মিচেল ৩৪*; নাসুম ০/২৫, সাইফুদ্দিন ১/৩৫, তাসকিন ১/৪৯, শরিফুল ১/১৬, শেখ মেহেদী ২/৪৫)। বাংলাদেশ : ১৬ ওভারে ১৪২/৭ (লক্ষ্য ১৬ ওভারে ১৭০) (নাঈম ৩৮, লিটন ৬, সৌম্য ৫১, মাহমুদউল্লাহ ২১, শেখ মেহেদী ১২*; সাউদি ২/২১, বেনেট ২/৩১, মিলনে ২/৩৪, ফিলিপস ১/২০)। ফল : ডি/এল মেথডে ২৮ রানে জয়ী নিউজিল্যান্ড। ম্যাচ সেরা : গেøন ফিলিপস (নিউজিল্যান্ড)।
সিরিজ : তিন ম্যাচে ২-০ তে এগিয়ে নিউজিল্যান্ড।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ