নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে সুপার লিগে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে পেছনে ফেলে দুই নম্বরে জায়গা করে নিয়েছিল টাইগাররা। এক সিরিজ পরেই বাংলাদেশের অবস্থান আফগানিস্তানেরও নিচে। আজ (শুক্রবার) নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে তামিম ইকবালের দল। তিন ম্যাচের দুটিতেই কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ। এর প্রভাব পড়েছে সুপার লিগের পয়েন্ট টেবিলেও।
৬ ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। টাইগারদের উপরে থাকা নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং ইংল্যান্ডের পয়েন্টও সমান ৩০। তবে নেট রান রেটে এগিয়ে থেকে তারা বাংলাদেশের উপরে অবস্থান করছে। সর্বোচ্চ ৪০ পয়েন্ট নিয়ে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে রাজত্ব করছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের নিচে থাকা ওয়েস্ট ইন্ডিজেরও পয়েন্ট সমান ৩০। এ ছাড়া ২০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে পাকিস্তান, ১৯ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে ভারত এবং সমান ১০ পয়েন্ট নিয়ে যথাক্রমে ৯ ও ১০ নম্বরে রয়েছে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড।
২০২৩ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ওয়ানডে সুপার লিগের কঠিন সমীকরণ মিলিয়েই খেলতে হবে বাংলাদেশকে। ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে আয়োজিত দ্বিপাক্ষিক সিরিজগুলোকে অর্থবহ করে তুলতে নতুন এই নিয়ম যোগ করেছে আইসসি।
নতুন নিয়মানুযায়ী ওয়ানডে র্যাঙ্কিংয়ের হিসেব নেই। স্বাগতিক হিসেবে ভারত সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আর ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ ৭ দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
এ ছাড়া বাকি দুই দল জায়গা পাবে বাছাই পর্ব খেলে। ওয়ানডে সুপার লিগে টেস্ট খেলুড়ে ১২টি দেশের সঙ্গে ওয়ানডে মর্যাদা পাওয়া সহযোগী সদস্য দেশ নেদারল্যান্ডস অংশ নিচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।