Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিসানকার ইতিহাস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ১২:০৮ এএম

৩৩ ম্যাচে ১৩ সেঞ্চুরি। ব্যাটিং গড় ৬৭.৫৪। প্রথম শ্রেণির ক্রিকেটে এমন চোখধাঁধানো রেকর্ড নিয়ে টেস্ট ক্যাপ পান পাথুম নিসানকা। তবে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স টেস্ট ক্যারিয়ারের শুরুতে বয়ে আনতে পারেন কজন! নিসানকা শুধু পারলেনই না, নাম লেখালেন লঙ্কান ক্রিকেটের ইতিহাসে। নিসানকার অনন্য কীর্তির দিনে আরও একবার সেঞ্চুরি হাতছাড়ার আক্ষেপে পুড়লেন নিরোশান ডিকভেলা। অভিষেকেই নিসানকার সেঞ্চুরি আর ডিকভেলার অ¤ø-মধুর ইনিংসের সৌজন্যে অ্যান্টিগা টেস্টের গতিপথ পাল্টে দিয়েছে শ্রীলঙ্কা। প্রথম দুই দিনে ধুঁকতে থাকা দলটিই এখন শেষ দিনে মাঠে নামবে জয়ের আশায়। গাণিতিকভাবে জয়ের সম্ভাবনা আছে ওয়েস্ট ইন্ডিজেরও। তবে বাস্তবতা বলছে, তাদের ম্যাচ বাঁচানোই দায়। গতপরশু রাতে টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ৪৭৬ রানে। প্রথম ইনিংসের ১০২ রানের ঘাটতি পুষিয়েও তারা পেয়ে যায় হৃষ্টপুষ্ট লিড। লঙ্কান লড়াইয়ের ম‚ল নায়ক নিসানকা। ২২ বছর বয়সী ব্যাটসম্যান অভিষেকে খেলেন ১০৩ রানের দুর্দান্ত ইনিংস। শ্রীলঙ্কান হয়ে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা চতুর্থ ব্যাটসম্যান নিসানকা। তবে দেশের বাইরে তো বটেই, কলম্বোর বাইরে তিনিই প্রথম! ডিকভেলা আউট হন ৯৬ রানে। এই নিয়ে ৪২ টেস্টের ক্যারিয়ারে ১৭বার ফিফটি পেরিয়ে, পাঁচবার ৮০ ছুঁয়েও একটি সেঞ্চুরির স্বাদ তিনি পেলেন না এখনও। শেষ ইনিংসে ৩৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ দিন শেষ করে ১ উইকেটে ৩৪ রানে। শেষ দিনে (গতকাল রাতে) ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৩৪১ রান, যেটি পারার সম্ভাবনা খুবই সামান্য। সারাদিন ব্যাট করে ড্র করা বরং সম্ভাবনার পাল্লায় বেশি ভারী। লঙ্কানদের ৯ উইকেট শিকারের সম্ভাবনাও যেমন বেশ উজ্জ্বল। এতক্ষণে নিশ্চয়ই যেনেও গেছেন কি ঘটেছে ম্যাচের ভাগ্যে!

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ১৬৯ ও ২য় ইনিংস : (আগের দিন ২৫৫/৪) ১৪৯.৫ ওভারে ৪৭৬ (থিরিমান্নে ৭৬, করুনারতেœ ৩, ওশাদা ৯১, চান্দিমাল ৪, ধনাঞ্জয়া ৫০, নিসানকা ১০৩, ডিকভেলা ৯৬; রোচ ২৭-৩-৭৪-৩, জোসেফ ১/৮৩, কর্নওয়াল ৩/১৩৭, মেয়ার্স ২/২৪)।
ওয়েস্ট ইন্ডিজ : ২৭১ ও ২য় ইনিংস : (লক্ষ্য ৩৭৫) ২০ ওভারে ৩৪/১ (ব্র্যাথওয়েট ৮*, ক্যাম্পবেল ১১, বনার ১৫*; লাকমল ০/৪, বিশ্ব ১/২১, এম্বুলদেনিয়া ০/৫, চামিরা ০/৪, ধনাঞ্জয়া ০/০)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ